এইচএসসির অর্থনীতি পরীক্ষায় অনুপস্থিত ২৮৯৮ শিক্ষার্থী

- আপডেট: ০৫:২৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩
- / ১০৩৮৬ বার দেখা হয়েছে
এইচএসসি ও সমমানের পরীক্ষার আজ ৯টি শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিল ২ হাজার ৮৯৮ জন শিক্ষার্থী। অনুপস্থিতির হার এক দশমিক ০৭ শতাংশ। তবে এদিন অসদুপায় অবলম্বনের দায়ে কোনো পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়নি। মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে আজ কোনো পরীক্ষা ছিল না।
আজ সোমবার (১১ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আজ ৯টি শিক্ষাবোর্ডে অর্থনীতি ২ম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী, রোববার ৯টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ২ লাখ ৭১ হাজার ৫৪৯ জন। এর মধ্যে ২ লাখ ৬৮ হাজার ৬৪২ জন পরীক্ষার্থী অংশ নেয়।
আরও পড়ুন: ঢাকা ছাড়লেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ
অনুপস্থিতির মধ্যে ঢাকা শিক্ষাবোর্ডে ৭১৬ জন, রাজশাহীতে ২৩৬, কুমিল্লা ৩৫৬, যশোর ১৮৯, চট্টগ্রাম ৪৭২, সিলেট ৩৪৯, দিনাজপুরে ৩৩৭, ময়মনসিংহে ১৬৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
এনএম/এমএ