০৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

একবার হলেও বেঙ্গালুরুকে শিরোপা জেতাতে চান কোহলি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:৫২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
  • / ১০৩৫৫ বার দেখা হয়েছে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রথম আসর থেকেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলছেন বিরাট কোহলি। দলটির ইতিহাসের অন্যতম সেরা পারফর্মার এই ব্যাটার। আসরের সেরা রান সংগ্রাহকও তিনি। তবে কখনোই শিরোপা ছোঁয়া হয়নি তার। সেই আক্ষেপ এবার ঘুচাতে চান কোহলি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

২০২৫ আইপিএলের মেগা নিলামের আগে ধরে রাখা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। বেঙ্গালুরু এবারও ধরে রেখেছে কোহলিকে। তার পারিশ্রমিক এবার ২১ কোটি রুপি। আইপিএলের ইতিহাসে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে ২০ কোটি রুপির বেশি পাচ্ছেন তিনি।

গতকাল বৃহস্পতিবার বেঙ্গালুরুর ভিডিও বার্তায় কোহলি বলেন, ‘আরসিবি আবারও আইপিএলের তিন বছরের চক্রের জন্য আমাকে ধরে রেখেছে। আমি বরাবরের মতোই রোমাঞ্চিত। সকলেই জানে আমার কাছে আরসিবির গুরুত্ব ঠিক কতটা। এত বছর ধরে এটি স্পেশাল এক সম্পর্ক, যা আরও শক্তিশালী হতে চলেছে। আরসিবির হয়ে খেলার অভিজ্ঞতা সত্যিই বিশেষ কিছু।’

আরও পড়ুন: দেশে ফিরল সাফজয়ী নারী দল, বড় অর্থ পুরস্কারের ঘোষণা

শিরোপা জেতার লক্ষ্যের কথা জানিয়ে কোহলি বলেন, ‘অবশ্যই লক্ষ্য হলো পরের চক্রে অন্তত একবার শিরোপা জেতা এবং আমরা সবসময়ের মতো আমাদের সেরাটা দেব। আমরা যেভাবে আমাদের ক্রিকেট খেলি তাতে সবাইকে গর্বিত করার চেষ্টা করব।’

‘বছরের পর বছর ধরে ধারাবাহিকভাবে সমর্থনের জন্য ভক্তদের প্রতি কৃতজ্ঞতা। আমি সত্যিই কৃতজ্ঞ এবং খুব শিগগিরই এম চিন্নাস্বামীতে (বেঙ্গালুরুর ঘরের মাঠে) আপনাদের সঙ্গে দেখা হবে।’-যোগ করেন তিনি।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

একবার হলেও বেঙ্গালুরুকে শিরোপা জেতাতে চান কোহলি

আপডেট: ১১:৫২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রথম আসর থেকেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলছেন বিরাট কোহলি। দলটির ইতিহাসের অন্যতম সেরা পারফর্মার এই ব্যাটার। আসরের সেরা রান সংগ্রাহকও তিনি। তবে কখনোই শিরোপা ছোঁয়া হয়নি তার। সেই আক্ষেপ এবার ঘুচাতে চান কোহলি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

২০২৫ আইপিএলের মেগা নিলামের আগে ধরে রাখা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। বেঙ্গালুরু এবারও ধরে রেখেছে কোহলিকে। তার পারিশ্রমিক এবার ২১ কোটি রুপি। আইপিএলের ইতিহাসে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে ২০ কোটি রুপির বেশি পাচ্ছেন তিনি।

গতকাল বৃহস্পতিবার বেঙ্গালুরুর ভিডিও বার্তায় কোহলি বলেন, ‘আরসিবি আবারও আইপিএলের তিন বছরের চক্রের জন্য আমাকে ধরে রেখেছে। আমি বরাবরের মতোই রোমাঞ্চিত। সকলেই জানে আমার কাছে আরসিবির গুরুত্ব ঠিক কতটা। এত বছর ধরে এটি স্পেশাল এক সম্পর্ক, যা আরও শক্তিশালী হতে চলেছে। আরসিবির হয়ে খেলার অভিজ্ঞতা সত্যিই বিশেষ কিছু।’

আরও পড়ুন: দেশে ফিরল সাফজয়ী নারী দল, বড় অর্থ পুরস্কারের ঘোষণা

শিরোপা জেতার লক্ষ্যের কথা জানিয়ে কোহলি বলেন, ‘অবশ্যই লক্ষ্য হলো পরের চক্রে অন্তত একবার শিরোপা জেতা এবং আমরা সবসময়ের মতো আমাদের সেরাটা দেব। আমরা যেভাবে আমাদের ক্রিকেট খেলি তাতে সবাইকে গর্বিত করার চেষ্টা করব।’

‘বছরের পর বছর ধরে ধারাবাহিকভাবে সমর্থনের জন্য ভক্তদের প্রতি কৃতজ্ঞতা। আমি সত্যিই কৃতজ্ঞ এবং খুব শিগগিরই এম চিন্নাস্বামীতে (বেঙ্গালুরুর ঘরের মাঠে) আপনাদের সঙ্গে দেখা হবে।’-যোগ করেন তিনি।

ঢাকা/এসএইচ