০৮:২০ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪

একের ভেতর অনেক সুবিধা ইনস্টাগ্রামে

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:১৫:১৯ অপরাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২
  • / ৪১০৫ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: ফটো-শেয়ারিং প্ল্যাটফর্মের মধ্যে সবচেয়ে জনপ্রিয় অ্যাপ হলো ইনস্টাগ্রাম। সম্প্রতি তারা একটি নতুন ফিচার নিয়ে এসেছে। সেই ফিচারের নাম তারা দিয়েছে ‘Your activity’। যা খুব শিগ্রই গ্রাহকদের জন্য উন্মুক্ত হবে। এতে করে ব্যবহারকারীরা একই সঙ্গে অনেক পোস্ট ম্যানেজ করতে পারবে। একসঙ্গে একাধিক ছবি আর্কাইভ করতে চাইলে বা মুছে ফেলতে চাইলে এই ফিচারটি সাহায্য করবে। এতে ছবি, কমেন্ট, রিঅ্যাকশনও ম্যানেজ করা যাবে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

তারিখ মডিফিকেশন করে পুরনো পোস্ট, কমেন্ট, এমনকি স্টোরির রিপ্লাইও দেখা যাবে। এই ফিচার ব্যবহার করে ইনস্টাগ্রাম কনটেন্ট sort and filter করা, কোনও নির্দিষ্ট সময়সীমা সিলেক্ট করে সেই সময়ের পোস্টগুলি দেখা, ডিলিট ও অন্যান্য কাজও করা যাবে। শুধু তাই নয়, সদ্য ডিলিট করা কনটেন্স পুনরুদ্ধার করা সম্ভব থেকে শুরু করে করা যাবে হিস্ট্রে চেক। 
এই লেটেস্ট ফিচারের (Latest Feature) সাহায্যে ইউজাররা একসঙ্গে একাধিক কনটেন্ট ডিলিট করতে পারবেন, যাকে পোশাকি ভাষায় বলা হচ্ছে বাল্ক ডিলিট অপশন (Bulk Delete Option)। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে যে, এই ফিচার রোল আউট করার পিছনে মূল উদ্দেশ্যটি হল, কমেন্ট থেকে শুরু করে পোস্ট ও অন্যান্য আরও একাধিক অ্যাক্টিভিটি যাতে ইউজাররা খুব সহজেই একসঙ্গে ডিলিট করতে পারেন। গত ৮ ফেব্রুয়ারি ছিল সেফার ইন্টারনেট ডে। তার পরের দিনই ইনস্টাগ্রামের জন্য এই ফিচারটি নিয়ে এসেছে মেটা।
মেটা-র নিজস্ব এই ফটো শেয়ারিং প্ল্যাটফর্ম গত সপ্তাহেই আরও একটি নতুন ফিচার নিয়ে হাজির হয়েছিল। তার নাম ‘টেক আ ব্রেক’। ভারত-সহ বিশ্বের অন্যান্য প্রান্তেও এই ফিচারটি নিয়ে আসা হয়েছে। টেক আ ব্রেক খুবই জরুরি একটি ফিচার। যা ইনস্টাগ্রাম ইউজারদের দেখাবে যে, কতক্ষণ সময় ধরে এই প্ল্যাটফর্মে তাঁরা স্ক্রল করছেন এবং তা যদি বেশিক্ষণ হয়, তাহলে একটু ব্রেক নেওয়ারও পরামর্শ দেওয়া হবে ব্যবহারকারীকে। এই ফিচার ভবিষ্যতেও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের ব্রেক নেওয়ার জন্য রিমাইন্ডার দিতে থাকবে।
ইনস্টাগ্রামের টেক আ ব্রেক ফিচারটি সর্বপ্রথম আমেরিকা, ব্রিটেন, আয়ারল্যান্ড, কানাডা, নিউজ়িল্যান্ড এবং অস্ট্রেলিয়ার জন্য চালু করা হয়েছিল। গত সপ্তাহেই তা ভারত-সহ বিশ্বের অন্যান্য প্রান্তে চালু করা হয়।
ঢাকা/বিএইচ

শেয়ার করুন

x

একের ভেতর অনেক সুবিধা ইনস্টাগ্রামে

আপডেট: ০৩:১৫:১৯ অপরাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২

বিজনেস জার্নাল প্রতিবেদক: ফটো-শেয়ারিং প্ল্যাটফর্মের মধ্যে সবচেয়ে জনপ্রিয় অ্যাপ হলো ইনস্টাগ্রাম। সম্প্রতি তারা একটি নতুন ফিচার নিয়ে এসেছে। সেই ফিচারের নাম তারা দিয়েছে ‘Your activity’। যা খুব শিগ্রই গ্রাহকদের জন্য উন্মুক্ত হবে। এতে করে ব্যবহারকারীরা একই সঙ্গে অনেক পোস্ট ম্যানেজ করতে পারবে। একসঙ্গে একাধিক ছবি আর্কাইভ করতে চাইলে বা মুছে ফেলতে চাইলে এই ফিচারটি সাহায্য করবে। এতে ছবি, কমেন্ট, রিঅ্যাকশনও ম্যানেজ করা যাবে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

তারিখ মডিফিকেশন করে পুরনো পোস্ট, কমেন্ট, এমনকি স্টোরির রিপ্লাইও দেখা যাবে। এই ফিচার ব্যবহার করে ইনস্টাগ্রাম কনটেন্ট sort and filter করা, কোনও নির্দিষ্ট সময়সীমা সিলেক্ট করে সেই সময়ের পোস্টগুলি দেখা, ডিলিট ও অন্যান্য কাজও করা যাবে। শুধু তাই নয়, সদ্য ডিলিট করা কনটেন্স পুনরুদ্ধার করা সম্ভব থেকে শুরু করে করা যাবে হিস্ট্রে চেক। 
এই লেটেস্ট ফিচারের (Latest Feature) সাহায্যে ইউজাররা একসঙ্গে একাধিক কনটেন্ট ডিলিট করতে পারবেন, যাকে পোশাকি ভাষায় বলা হচ্ছে বাল্ক ডিলিট অপশন (Bulk Delete Option)। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে যে, এই ফিচার রোল আউট করার পিছনে মূল উদ্দেশ্যটি হল, কমেন্ট থেকে শুরু করে পোস্ট ও অন্যান্য আরও একাধিক অ্যাক্টিভিটি যাতে ইউজাররা খুব সহজেই একসঙ্গে ডিলিট করতে পারেন। গত ৮ ফেব্রুয়ারি ছিল সেফার ইন্টারনেট ডে। তার পরের দিনই ইনস্টাগ্রামের জন্য এই ফিচারটি নিয়ে এসেছে মেটা।
মেটা-র নিজস্ব এই ফটো শেয়ারিং প্ল্যাটফর্ম গত সপ্তাহেই আরও একটি নতুন ফিচার নিয়ে হাজির হয়েছিল। তার নাম ‘টেক আ ব্রেক’। ভারত-সহ বিশ্বের অন্যান্য প্রান্তেও এই ফিচারটি নিয়ে আসা হয়েছে। টেক আ ব্রেক খুবই জরুরি একটি ফিচার। যা ইনস্টাগ্রাম ইউজারদের দেখাবে যে, কতক্ষণ সময় ধরে এই প্ল্যাটফর্মে তাঁরা স্ক্রল করছেন এবং তা যদি বেশিক্ষণ হয়, তাহলে একটু ব্রেক নেওয়ারও পরামর্শ দেওয়া হবে ব্যবহারকারীকে। এই ফিচার ভবিষ্যতেও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের ব্রেক নেওয়ার জন্য রিমাইন্ডার দিতে থাকবে।
ইনস্টাগ্রামের টেক আ ব্রেক ফিচারটি সর্বপ্রথম আমেরিকা, ব্রিটেন, আয়ারল্যান্ড, কানাডা, নিউজ়িল্যান্ড এবং অস্ট্রেলিয়ার জন্য চালু করা হয়েছিল। গত সপ্তাহেই তা ভারত-সহ বিশ্বের অন্যান্য প্রান্তে চালু করা হয়।
ঢাকা/বিএইচ