এক মাসে সিকদার ইন্স্যুরেন্সের শেয়ারদর বেড়েছে ২৯৫ শতাংশ

- আপডেট: ০৫:৫৫:০৭ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪
- / ১০৫৯৮ বার দেখা হয়েছে
প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) প্রক্রিয়া শেষ করে গত ২৪ জানুয়ারি থেকে ডিএসইতে লেনদেন শুরু করেছে সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। লেনদেন শুরুর পর ধারাবাহিক দরবৃদ্ধিতে এক মাসে ডিএসইতে সিকদার ইন্স্যুরেন্সের শেয়ারদর বেড়েছে ২৯৫ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
গত এক মাসে বা ২১ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ৩২ টাকা ৫০ পয়সা বা ২৯৫ দশমিক ৪৫ শতাংশ। গত ২৪ জানুয়ারি ১১ টাকায় লেনদেন শুরু হওয়া শেয়ারটির ২২ ফেব্রুয়ারি সমাপনী দর দাঁড়িয়েছে ৪৩ টাকা ৫০ পয়সা।
উল্লেখ্য গত বছরের ১৪ সেপ্টেম্বর বিএসইসির ৮৮২তম সভায় সিকদার ইন্স্যুরেন্সের আইপিও অনুমোদন দেওয়া হয়। কোম্পানিটি প্রতিটি ১০ টাকা মূল্যে ১ কোটি ৬০ লাখ শেয়ার ইস্যু করে পুঁজিবাজার থেকে ১৬ কোটি উত্তোলন করে। এর আগে গত ২৬ এপ্রিল বিএসইসি কোম্পানিটির ক্রেডিট ইনফরমেশন ব্যুরো বা সিআইবি প্রতিবেদন পরিচ্ছন্ন না পাওয়ায় আইপিওর আবেদন বাতিল করেছিল। এই সংক্রান্ত একটি চিঠি কোম্পানির চেয়ারম্যান এবং সিইও বরাবর পাঠানো হয়।
আরও পড়ুন: সাপ্তাহিক রিটার্নে লোকসানে ১৬ খাতের বিনিয়োগকারীরা
পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের মাধ্যমে আইডিআরএ’র বিধান মোতাবেক বাধ্যতামূলকভাবে পুঁজিবাজারে তালিকাভুক্তি নিশ্চিত করার পাশাপাশি ফিক্সড ডিপোজিট, পুঁজিবাজারে তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগ, ফ্লোর ক্রয় এবং আইপিও ব্যয় নির্বাহ করবে।
আইপিওর ইস্যু ম্যানেজার ও আন্ডার রাইটার হিসেবে দায়িত্ব পালন করছে সোনারবাংলা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। আর নিরীক্ষক হিসেবে কাজ করছে জি.কিবরিয়া অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস।
ঢাকা/টিএ