এনএলআই ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা ঘোষণা

- আপডেট: ১০:১৬:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১
- / ১০৩৭৯ বার দেখা হয়েছে
বিজনে জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত মেয়াদী মিউচুয়াল ফান্ড (Close-end Mutual Fund) এনএলআই ফার্স্ট ফান্ডের ইউনিটহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। এই ফান্ডের ইউনিটহোল্ডাররা সর্বশেষ হিসাববছরের (জুলাই’২০-জুন’২১) জন্য ১৭ দশমিক ৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড পাবেন। অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি ইউনিটে ১ টাকা ৭৫ পয়সা ডিভিডেন্ড পাওয়া যাবে।
গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার (৪ আগস্ট) অনুষ্ঠিত ফান্ডটির ট্রাস্টি কমিটির সভায় ডিভিডেন্ড সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।
সর্বশেষ বছরে ফান্ডটি ইউনিট প্রতি আয় (আইপিইউ) হয়েছে ৩ টাকা ১৪ পয়সা।
আগের বছরে ফান্ডটির সঞ্চিতিতে ইউনিট প্রতি ১ টাকা ২৮ পয়সা ঘাটতি ছিল। এটি বাদ দিলে থাকে ১ টাকা ৮৬ পয়সা। ঘোষিত ডিভিডেন্ড এর ৯৪ দশমিক ০৯ শতাংশ।
আলোচিত বছরে ফান্ডটির ইউনিট প্রতিড ক্যাশফ্লো ছিল ২ টাকা।
ফান্ডটির ঘোষিত ডিভিডেন্ডের রেকর্ড তারিখ ২৯ আগস্ট ছিল।
ফান্ডটির সম্পদ ব্যবস্থপানার দায়িত্বে আছে ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড।
ঢাকা/এনইউ
আরও পড়ুন:
- ফেডারেল ইন্স্যুরেন্সের আয় বেড়েছে
- বাংলাদেশের অগ্রগতির চিত্র দেখে মুগ্ধ বিদেশি বিনিয়োগকারীরা: শিবলী রুবাইয়াত
- ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন করবেন যেভাবে
- সিএসআরে অর্থব্যায়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা
- রেমিট্যান্স ও অপ্রদর্শিত আয় পুঁজিবাজারে বিনিয়োগ হয়েছে: অর্থমন্ত্রী
- ৬ মিলিয়ন ডলার পুরস্কার দেবে পাবজি
- চিত্রনায়িকা পরীমণি আটক