০৩:৫২ পূর্বাহ্ন, শনিবার, ০৪ অক্টোবর ২০২৫

এনওসি পেতে বিসিবিতে আবেদন করেছেন মোস্তাফিজ ও সাকিব

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:৩৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
  • / ১০৩৮৩ বার দেখা হয়েছে

আইপিএলে এবারের আসরে ছিলেন না কোনো বাংলাদেশি। কিন্তু টুর্নামেন্টের শেষদিকে এসে পাক-ভারত সংঘাত দুয়ার খুলে দিয়েছে মোস্তাফিজুর রহমানের জন্য। দিল্লি ক্যাপিটালস এক ঘোষণায় গতকাল মোস্তাফিজকে দলে ভেড়ানোর কথা জানায়। রেকর্ড মূল্যে তাকে দলে টেনেছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটি। এদিকে, যুদ্ধ কপাল খুলেছে সাকিব আল হাসানেরও। পিএসএলের ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স দলে নিয়েছে এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডারকে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আইপিএল ও পিএসএলে দল পাওয়ার পর মোস্তাফিজুর রহমান এবং সাকিব আল হাসান টুর্নামেন্ট দুটিতে অংশ নিতে বিসিবির কাছে অনাপত্তি পত্র (এনওসি) চেয়ে আবেদন করেছে। বিসিবির ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফীস দেশের একটি শীর্ষ গণমাধ্যমকে এই খবর জানিয়েছে।  গতকাল (বুধবার) মোস্তাফিজকে ৬ কোটি রুপিতে দলে নেয়ার ঘোষণা দেয় আইপিএলের  ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস। একই দিনে সাকিব আল হাসানকে দলে টানে পিএসএলের দল লাহোর কালান্দার্স। দুজনকেই এই মৌসুমের বাকি অংশের জন্য দলে নিচ্ছে এই দুই ফ্র্যাঞ্চাইজি। তবে টুর্নামেন্টে অংশ নিতে বিসিবির এনওসি লাগবে তাদের।

মোস্তাফিজকে দিল্লি অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেজার-ম্যাকগার্কের বদলি হিসেবে নিয়েছে। ভারত-পাকিস্তানের সংঘাতে আইপিএল স্থগিত হলে দেশে ফিরে গেছেন ফ্রেজার-ম্যাকগার্ক। আগামী শনিবার (১৭ মে) টুর্নামেন্ট ফের মাঠে গড়ালেও তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে ভারতে ফিরতে অনীহা প্রকাশ করেছেন। এরপরই বাংলাদশের বাঁহাতি পেসারকে দলে নেয়ার খবর জানায় ফ্র্যাঞ্চাইজিটি।

আরও পড়ুন: ৬ কোটিতে আইপিএলে দল পেলেন মুস্তাফিজ

তবে দিল্লির এই ঘোষণার পরই তৈরি হয় বিভ্রান্তি। মোস্তাফিজের আইপিএলে দল পাওয়ার ব্যাপারে কিছুই জানে না বলে জানায় বিসিবি। এরপর গতকাল সন্ধায়ই দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে যান মোস্তাফিজ। এতে তার আইপিএলে খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।

দুবাই পৌঁছেই মোস্তাফিজ এনওসির জন্য আবেদন করেছেন। বিসিবিও নাকি তার আবেদন ইতিবাচকভাবে দেখছে বলে জানা গেছে। দিল্লির ফ্র্যঞ্চাইজি এখন মোস্তাফিজকে খেলানোর জন্য বিসিবির এনওসির অপেক্ষায়।

এদিকে জাতীয় দলের বাইরে থাকা সাকিব আল হাসানকে দলে নেয়া লাহোর কালান্দার্সও বিসিবির এনওসির অপেক্ষায়। গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর আর দেশে ফেরেননি সাকিব। এনওসির আবেদনও পাঠিয়েছেন ই-মেইলের মাধ্যমে। এক সময়ের শীর্ষ অলরাউন্ডারকেও এনওসি দেয়া হতে পারে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

এনওসি পেতে বিসিবিতে আবেদন করেছেন মোস্তাফিজ ও সাকিব

আপডেট: ০২:৩৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

আইপিএলে এবারের আসরে ছিলেন না কোনো বাংলাদেশি। কিন্তু টুর্নামেন্টের শেষদিকে এসে পাক-ভারত সংঘাত দুয়ার খুলে দিয়েছে মোস্তাফিজুর রহমানের জন্য। দিল্লি ক্যাপিটালস এক ঘোষণায় গতকাল মোস্তাফিজকে দলে ভেড়ানোর কথা জানায়। রেকর্ড মূল্যে তাকে দলে টেনেছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটি। এদিকে, যুদ্ধ কপাল খুলেছে সাকিব আল হাসানেরও। পিএসএলের ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স দলে নিয়েছে এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডারকে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আইপিএল ও পিএসএলে দল পাওয়ার পর মোস্তাফিজুর রহমান এবং সাকিব আল হাসান টুর্নামেন্ট দুটিতে অংশ নিতে বিসিবির কাছে অনাপত্তি পত্র (এনওসি) চেয়ে আবেদন করেছে। বিসিবির ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফীস দেশের একটি শীর্ষ গণমাধ্যমকে এই খবর জানিয়েছে।  গতকাল (বুধবার) মোস্তাফিজকে ৬ কোটি রুপিতে দলে নেয়ার ঘোষণা দেয় আইপিএলের  ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস। একই দিনে সাকিব আল হাসানকে দলে টানে পিএসএলের দল লাহোর কালান্দার্স। দুজনকেই এই মৌসুমের বাকি অংশের জন্য দলে নিচ্ছে এই দুই ফ্র্যাঞ্চাইজি। তবে টুর্নামেন্টে অংশ নিতে বিসিবির এনওসি লাগবে তাদের।

মোস্তাফিজকে দিল্লি অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেজার-ম্যাকগার্কের বদলি হিসেবে নিয়েছে। ভারত-পাকিস্তানের সংঘাতে আইপিএল স্থগিত হলে দেশে ফিরে গেছেন ফ্রেজার-ম্যাকগার্ক। আগামী শনিবার (১৭ মে) টুর্নামেন্ট ফের মাঠে গড়ালেও তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে ভারতে ফিরতে অনীহা প্রকাশ করেছেন। এরপরই বাংলাদশের বাঁহাতি পেসারকে দলে নেয়ার খবর জানায় ফ্র্যাঞ্চাইজিটি।

আরও পড়ুন: ৬ কোটিতে আইপিএলে দল পেলেন মুস্তাফিজ

তবে দিল্লির এই ঘোষণার পরই তৈরি হয় বিভ্রান্তি। মোস্তাফিজের আইপিএলে দল পাওয়ার ব্যাপারে কিছুই জানে না বলে জানায় বিসিবি। এরপর গতকাল সন্ধায়ই দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে যান মোস্তাফিজ। এতে তার আইপিএলে খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।

দুবাই পৌঁছেই মোস্তাফিজ এনওসির জন্য আবেদন করেছেন। বিসিবিও নাকি তার আবেদন ইতিবাচকভাবে দেখছে বলে জানা গেছে। দিল্লির ফ্র্যঞ্চাইজি এখন মোস্তাফিজকে খেলানোর জন্য বিসিবির এনওসির অপেক্ষায়।

এদিকে জাতীয় দলের বাইরে থাকা সাকিব আল হাসানকে দলে নেয়া লাহোর কালান্দার্সও বিসিবির এনওসির অপেক্ষায়। গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর আর দেশে ফেরেননি সাকিব। এনওসির আবেদনও পাঠিয়েছেন ই-মেইলের মাধ্যমে। এক সময়ের শীর্ষ অলরাউন্ডারকেও এনওসি দেয়া হতে পারে।

ঢাকা/এসএইচ