পুঁজিবাজারের উন্নয়নে বিএসইসি
এফআরসি ও আইডিআরএ’র সঙ্গে আনিসুজ্জামানের বৈঠক

- আপডেট: ০৩:২১:২৩ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
- / ১০৫২৫ বার দেখা হয়েছে
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) অধিকতর শক্তিশালীকরণ এবং শেয়ারবাজার উন্নয়নের লক্ষ্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এবং ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি) এর মধ্যে সভা অনুষ্ঠিত হয়েছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আজ রবিবার (১ জুন) প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, আইডিআরএ চেয়ারম্যান ড. এম আসলাম আলম ও এফআরসি চেয়ারম্যান ড. মোঃ সাজ্জাদ হোসেন ভূইয়া এর অংশগ্রহণে পরিকল্পনা কমিশনে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সভায় দেশের পুঁজিবাজার, বীমা খাত ও অর্থনীতির উন্নয়ন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সভায় বীমা খাতের উন্নয়ন, পুঁজিবাজার ও অর্থনীতির উন্নয়নে বীমা কোম্পানিসমূহের অবদান বৃদ্ধির বিষয়ে এসময় আলোচনা হয়েছে। এছাড়াও পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিসমূহের আর্থিক বিবরণীর স্বচ্ছতা ও যথার্থতা নিশ্চিতকরণে অডিটরের দায়িত্ব নিরূপণ ও ব্যবস্থা গ্রহণ পূর্বক সার্বিকভাবে আর্থিক বিবরণীর মান উন্নয়ন বিষয়ে আলোচনা হয়েছে।
আরও পড়ুন: সূচক বাড়লেও লেনদেন কমেছে পুঁজিবাজারে
সভায় ড. আনিসুজ্জামান চৌধুরী বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের মধ্যে সমন্বয় বৃদ্ধি, আর্থিক বিবরণীর মানোন্নয়ন এবং পুঁজিবাজার, বীমা খাত ও অর্থনীতির উন্নয়ন সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেছেন।
ঢাকা/এসএইচ