এবার ওমিক্রনের একটি উপধরন নিয়ে দুশ্চিন্তায় গবেষকরা

- আপডেট: ০৪:১৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২
- / ১০২৯৯ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: করোনা নিয়ন্ত্রণে এখনো হিমশিম খাচ্ছে পুরো বিশ্ব। ডেল্টার পর ওমিক্রনের তাণ্ডব এখনো চলছে। এরই মধ্যে ওমিক্রনের একটি উপধরন নিয়ে শঙ্কার কথা জানালেন গবেষকরা। তাদের দাবি, ওমিক্রনের বিএ. পয়েন্ট ২ ভ্যারিয়েন্টটি টিকা থেকে তৈরি রোগপ্রতিরোধ ব্যবস্থাকেও ফাঁকি দিতে পারে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
জাপানের পরীক্ষাগারে করা নতুন এক গবেষণায় দেখা যায়, উপধরনটি ওমিক্রনে আক্রান্ত রোগীদের চিকিৎসায় বর্তমানে ব্যবহৃত মুখে খাওয়ার ওষুধ প্রতিরোধী। এমনকি দুই ডোজ ভ্যাকসিনও একে কাবু করতে পারবে না বলেও আশঙ্কা গবেষকদের।
গবেষকরা জানান, চীনের উহানে শনাক্ত হওয়া করোনার মূল ভাইরাসটির তুলনায় বিএ.২ উপধরনটির অনেক বেশি মিউটেশন হয়েছে। এ ছাড়া এর জিনেরও ব্যাপক পরিবর্তন ঘটেছে।
গবেষকেরা মনে করছেন, ওমিক্রনের চেয়েও এর উপধরনটি ৩০ থেকে ৫০ শতাংশ বেশি সংক্রামক। এরই মধ্যে বিশ্বের ৭৪টি দেশ ও যুক্তরাষ্ট্রের ৪৭টি অঙ্গরাজ্যে এটি শনাক্ত হয়েছে।
যুক্তরাষ্ট্রের ‘সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন’ (সিডিসি) জানায়, কোভিড-১৯ আক্রান্ত মার্কিনিদের প্রায় ৪ শতাংশ বিএ.২-এর সংক্রমণে আক্রান্ত। তবে বিশ্বের অন্য দেশে ধরনটির সংক্রমণ আরও বেশি বলেও ধারণা করছে সংস্থাটি।
ঢাকা/বিএইচ