০৯:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪

এবার জার্মানিতে চালকবিহীন গাড়ির ট্রায়াল

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:১৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১
  • / ৪১১৬ বার দেখা হয়েছে

এবার জার্মানির লিনজেন শহরে একটি তেল পরিশোধনাগারে চালকবিহীন গাড়ির ট্রায়াল চালানো হয়েছে। অক্সবটিকা নামের এই গাড়ি তৈরি করেছে ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটি। তেল পরিশোধনাগারে নিরাপত্তার কাজে ভবিষ্যতে

অক্সফোর্ড ইউনিভার্সিটির তৈরি চালকবিহীন স্বয়ংক্রিয় গাড়ি ‘অক্সবটিকা’কে পরীক্ষামূলকভাবে রাস্তায় নামানো হয়। জার্মানির উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত বিপির তেল পরিশোধনাগারে চালকবিহীন এ গাড়ির পরীক্ষা চালানো হয়।

লিনজেন শহরের পরিশোধনাগারটিতে ১৮০ কিলোমিটারের বেশি পথ বেশ সফলতার সাথেই পাড়ি দিতে সক্ষম হয়েছে এটি। তবে নিরাপত্তার খাতিরে গাড়িতে একজন চালক রাখা হয়। অক্সফোর্ডের নির্মিত অক্সবটিকা ব্যস্ত সড়ক, সরু পথ, রেলক্রসিং কিংবা যে কোনো বাধা অতিক্রম করতে সক্ষম। দিন কিংবা রাত যেকোনো আবহাওয়াতেই স্বয়ংক্রিয়ভাবে চলবে এই গাড়ি।

বিপি জানিয়েছে, তাদের তেল পরিশোধনাগারে নিরাপত্তা বাড়াতে বেশ কাজে দেবে অক্সবটিকা। ত্রুটিযুক্ত সরঞ্জামাদি বা নিরাপত্তা হুমকির ব্যাপারেও আগে থেকেই সতর্ক করবে এই গাড়ি।

বিপির কর্মকর্তা মোরাগ ওয়াটসন বলেন, স্বয়ংক্রিয় এই গাড়িটি আমাদের জন্য সত্যিই খুব গুরুত্বপূর্ণ। বিপি পরিশোধনাগারে এটিই প্রথম চালকবিহীন গাড়ি। ডিজিটাল সক্ষমতার অনন্য উদাহরণ অক্সবটিকা।

অক্সবটিকার সফটওয়্যারটি যে কোনো গাড়িতেই স্থাপন করা সম্ভব বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শেয়ার করুন

x
English Version

এবার জার্মানিতে চালকবিহীন গাড়ির ট্রায়াল

আপডেট: ০৫:১৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১

এবার জার্মানির লিনজেন শহরে একটি তেল পরিশোধনাগারে চালকবিহীন গাড়ির ট্রায়াল চালানো হয়েছে। অক্সবটিকা নামের এই গাড়ি তৈরি করেছে ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটি। তেল পরিশোধনাগারে নিরাপত্তার কাজে ভবিষ্যতে

অক্সফোর্ড ইউনিভার্সিটির তৈরি চালকবিহীন স্বয়ংক্রিয় গাড়ি ‘অক্সবটিকা’কে পরীক্ষামূলকভাবে রাস্তায় নামানো হয়। জার্মানির উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত বিপির তেল পরিশোধনাগারে চালকবিহীন এ গাড়ির পরীক্ষা চালানো হয়।

লিনজেন শহরের পরিশোধনাগারটিতে ১৮০ কিলোমিটারের বেশি পথ বেশ সফলতার সাথেই পাড়ি দিতে সক্ষম হয়েছে এটি। তবে নিরাপত্তার খাতিরে গাড়িতে একজন চালক রাখা হয়। অক্সফোর্ডের নির্মিত অক্সবটিকা ব্যস্ত সড়ক, সরু পথ, রেলক্রসিং কিংবা যে কোনো বাধা অতিক্রম করতে সক্ষম। দিন কিংবা রাত যেকোনো আবহাওয়াতেই স্বয়ংক্রিয়ভাবে চলবে এই গাড়ি।

বিপি জানিয়েছে, তাদের তেল পরিশোধনাগারে নিরাপত্তা বাড়াতে বেশ কাজে দেবে অক্সবটিকা। ত্রুটিযুক্ত সরঞ্জামাদি বা নিরাপত্তা হুমকির ব্যাপারেও আগে থেকেই সতর্ক করবে এই গাড়ি।

বিপির কর্মকর্তা মোরাগ ওয়াটসন বলেন, স্বয়ংক্রিয় এই গাড়িটি আমাদের জন্য সত্যিই খুব গুরুত্বপূর্ণ। বিপি পরিশোধনাগারে এটিই প্রথম চালকবিহীন গাড়ি। ডিজিটাল সক্ষমতার অনন্য উদাহরণ অক্সবটিকা।

অক্সবটিকার সফটওয়্যারটি যে কোনো গাড়িতেই স্থাপন করা সম্ভব বলে জানিয়েছে কর্তৃপক্ষ।