০৭:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

এমবাপ্পের জন্য ২০ কোটি ইউরো দেবে রিয়াল!

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:১৬:০০ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩
  • / ১০৩৮৮ বার দেখা হয়েছে

আগামী ২০২৪ সালের জুনে চুক্তির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত পিএসজিতেই থাকবেন বলে কিলিয়ান এমবাপ্পে নিশ্চিত করেছেন। কিন্তু ফরাসি ফরোয়ার্ড ফ্রি এজেন্ট হয়ে গেলে ক্লাবের কোনও লাভ হবে না। তাই তাকে বেচে দিতে চায় বলে ফ্রান্সের আউটলেট লে’কিপের খবর। গণমাধ্যমটি আরও জানিয়েছে, এই সুযোগটা নিয়ে বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ডের সঙ্গে চুক্তি করতে চায় রিয়াল মাদ্রিদ। এমনকি তার দাম ২০ কোটি ইউরো হলেও দেবে স্প্যানিশ জায়ান্টরা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউভ

গত বছর শেষ মুহূর্তে রিয়ালে যাওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসে পিএসজির সঙ্গে দুই বছরের চুক্তি করেন এমবাপ্পে। এই চুক্তি এক বছর বাড়ানোর রাস্তা খোলা রাখা হয়েছিল। সেই পথে আর পা বাড়াবেন না বলে পিএসজিকে চিঠি দেন ফরাসি ফরোয়ার্ড, যা ফাঁস হয় লে’কিপে। তারপরই গুঞ্জন ওঠে, তাকে বেচে দিতে তৎপর হয়ে উঠেছে লিগ ওয়ানের রেকর্ড চ্যাম্পিয়নরা। পরে এনিয়ে এমবাপ্পে প্রতিক্রিয়া জানান। তার দাবি, গত বছরই পিএসজিকে তিনি জানিয়ে দেন চুক্তি আরেক বছর বাড়াবেন না। তিনি আগেভাগে চলে যেতে চান বলে যে গুঞ্জন তা উড়িয়েও দেন। ক্লাবের প্রতি দায়বদ্ধতা থেকে চুক্তির আরও এক বছর থাকার দৃঢ় ঘোষণা দেন।

আরও পড়ুন: পিএসজিতে থাকতে চান না এমবাপ্পে

এই সংবাদের কয়েক ঘণ্টা পর এমবাপ্পের প্রতি রিয়ালের আগ্রহের কথা জানায় লে’কিপ। কার্লো আনচেলত্তির এক নম্বর টার্গেটে এই ফরোয়ার্ড। করিম বেনজেমা চলে যাওয়ায় তার শূন্যতা পূরণে এমবাপ্পেকে চাইছে মাদ্রিদ ক্লাব।

কিন্তু লে’কিপ আরও জানিয়েছে, এমবাপ্পের সঙ্গে চুক্তি করতে আগে পা বাড়াবে না রিয়াল। গত বছরের বাজে অভিজ্ঞতাই হয়তো মাথায় রেখেছে তারা। সিদ্ধান্তটা পিএসজির কাছ থেকেই জানতে চায় স্প্যানিশ জায়ান্টরা।

ঢাকা/এসএম

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

এমবাপ্পের জন্য ২০ কোটি ইউরো দেবে রিয়াল!

আপডেট: ১২:১৬:০০ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩

আগামী ২০২৪ সালের জুনে চুক্তির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত পিএসজিতেই থাকবেন বলে কিলিয়ান এমবাপ্পে নিশ্চিত করেছেন। কিন্তু ফরাসি ফরোয়ার্ড ফ্রি এজেন্ট হয়ে গেলে ক্লাবের কোনও লাভ হবে না। তাই তাকে বেচে দিতে চায় বলে ফ্রান্সের আউটলেট লে’কিপের খবর। গণমাধ্যমটি আরও জানিয়েছে, এই সুযোগটা নিয়ে বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ডের সঙ্গে চুক্তি করতে চায় রিয়াল মাদ্রিদ। এমনকি তার দাম ২০ কোটি ইউরো হলেও দেবে স্প্যানিশ জায়ান্টরা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউভ

গত বছর শেষ মুহূর্তে রিয়ালে যাওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসে পিএসজির সঙ্গে দুই বছরের চুক্তি করেন এমবাপ্পে। এই চুক্তি এক বছর বাড়ানোর রাস্তা খোলা রাখা হয়েছিল। সেই পথে আর পা বাড়াবেন না বলে পিএসজিকে চিঠি দেন ফরাসি ফরোয়ার্ড, যা ফাঁস হয় লে’কিপে। তারপরই গুঞ্জন ওঠে, তাকে বেচে দিতে তৎপর হয়ে উঠেছে লিগ ওয়ানের রেকর্ড চ্যাম্পিয়নরা। পরে এনিয়ে এমবাপ্পে প্রতিক্রিয়া জানান। তার দাবি, গত বছরই পিএসজিকে তিনি জানিয়ে দেন চুক্তি আরেক বছর বাড়াবেন না। তিনি আগেভাগে চলে যেতে চান বলে যে গুঞ্জন তা উড়িয়েও দেন। ক্লাবের প্রতি দায়বদ্ধতা থেকে চুক্তির আরও এক বছর থাকার দৃঢ় ঘোষণা দেন।

আরও পড়ুন: পিএসজিতে থাকতে চান না এমবাপ্পে

এই সংবাদের কয়েক ঘণ্টা পর এমবাপ্পের প্রতি রিয়ালের আগ্রহের কথা জানায় লে’কিপ। কার্লো আনচেলত্তির এক নম্বর টার্গেটে এই ফরোয়ার্ড। করিম বেনজেমা চলে যাওয়ায় তার শূন্যতা পূরণে এমবাপ্পেকে চাইছে মাদ্রিদ ক্লাব।

কিন্তু লে’কিপ আরও জানিয়েছে, এমবাপ্পের সঙ্গে চুক্তি করতে আগে পা বাড়াবে না রিয়াল। গত বছরের বাজে অভিজ্ঞতাই হয়তো মাথায় রেখেছে তারা। সিদ্ধান্তটা পিএসজির কাছ থেকেই জানতে চায় স্প্যানিশ জায়ান্টরা।

ঢাকা/এসএম