০৭:৫২ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪

‘এশিয়া কাপ ও বিশ্বকাপ দুটোই জিতবে পাকিস্তান’

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:২৪:১৭ অপরাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩
  • / ৪২১৬ বার দেখা হয়েছে

সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছে পাকিস্তান ক্রিকেট দল। ঘরের মাঠে একের পর এক ম্যাচ জিতছে তারা। নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে ইতোমধ্যে ৪-০তে এগিয়ে আছে বাবর আজমের দল। এতে প্রথমবারের মতো র‍্যাঙ্কিংয়ের এক নম্বরে উঠেছে পাকিস্তান।

এবার পাকিস্তান ক্রিকেট দলকে নিয়ে নিয়ে বড় স্বপ্ন দেখছেন দলটির পেসার শাহিন শাহ আফ্রিদি। তারকা এই পেসারের বিশ্বাস, আসছে বিশ্বকাপ ও এশিয়া কাপের শিরোপা যাবে তাদেরই ঘরে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আগামী সেপ্টেম্বরে এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। যদিও খেলার ভেন্যু নিয়ে এখনো সিদ্ধান্ত আসেনি। অক্টোবর-নভেম্বরে আবার বিশ্বকাপ হবে ভারতে। পেসার শাহিন জানালেন, এই দুই টুর্নামেন্টকে লক্ষ্য করেই তাদের সব পরিকল্পনা এগিয়ে নিয়ে যাচ্ছেন তারা।

জিও স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে আফ্রিদি বললেন, ‘আমি আশা করি, পাকিস্তান এই বছর এশিয়া কাপ ও বিশ্বকাপ জিতবে। বিশ্বকাপের আগে ওয়ানডে ম্যাচগুলো আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। যা বৈশ্বিক আসরে ভালো পারফরম্যান্স করতে আমাদের সাহায্য করবে।’

আরও পড়ুন: এশিয়ান গেমসে জামালদের না পাঠানোর সিদ্ধান্ত

এবারের বিশ্বকাপ হবে ভারতে। যেখানে এক দশক হয়েছে খেলছে না পাকিস্তান। আফ্রিদিদের মতো তরুণ ক্রিকেটারদের কাছে ভারতের কন্ডিশন অচেনা আর অজানাই। সেখানে কতটা সফল হবে পাকিস্তান—এমন প্রশ্নের উত্তরে আফ্রিদি বলেছেন, ‘ভারতের কন্ডিশন আমাদের জন্য খুব বেশি আলাদা হবে না। বিশ্বকাপে আমরা সেটার সুবিধা নিতে চেষ্টা করব।’

ঢাকা/এসএম

শেয়ার করুন

x

‘এশিয়া কাপ ও বিশ্বকাপ দুটোই জিতবে পাকিস্তান’

আপডেট: ০৫:২৪:১৭ অপরাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩

সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছে পাকিস্তান ক্রিকেট দল। ঘরের মাঠে একের পর এক ম্যাচ জিতছে তারা। নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে ইতোমধ্যে ৪-০তে এগিয়ে আছে বাবর আজমের দল। এতে প্রথমবারের মতো র‍্যাঙ্কিংয়ের এক নম্বরে উঠেছে পাকিস্তান।

এবার পাকিস্তান ক্রিকেট দলকে নিয়ে নিয়ে বড় স্বপ্ন দেখছেন দলটির পেসার শাহিন শাহ আফ্রিদি। তারকা এই পেসারের বিশ্বাস, আসছে বিশ্বকাপ ও এশিয়া কাপের শিরোপা যাবে তাদেরই ঘরে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আগামী সেপ্টেম্বরে এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। যদিও খেলার ভেন্যু নিয়ে এখনো সিদ্ধান্ত আসেনি। অক্টোবর-নভেম্বরে আবার বিশ্বকাপ হবে ভারতে। পেসার শাহিন জানালেন, এই দুই টুর্নামেন্টকে লক্ষ্য করেই তাদের সব পরিকল্পনা এগিয়ে নিয়ে যাচ্ছেন তারা।

জিও স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে আফ্রিদি বললেন, ‘আমি আশা করি, পাকিস্তান এই বছর এশিয়া কাপ ও বিশ্বকাপ জিতবে। বিশ্বকাপের আগে ওয়ানডে ম্যাচগুলো আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। যা বৈশ্বিক আসরে ভালো পারফরম্যান্স করতে আমাদের সাহায্য করবে।’

আরও পড়ুন: এশিয়ান গেমসে জামালদের না পাঠানোর সিদ্ধান্ত

এবারের বিশ্বকাপ হবে ভারতে। যেখানে এক দশক হয়েছে খেলছে না পাকিস্তান। আফ্রিদিদের মতো তরুণ ক্রিকেটারদের কাছে ভারতের কন্ডিশন অচেনা আর অজানাই। সেখানে কতটা সফল হবে পাকিস্তান—এমন প্রশ্নের উত্তরে আফ্রিদি বলেছেন, ‘ভারতের কন্ডিশন আমাদের জন্য খুব বেশি আলাদা হবে না। বিশ্বকাপে আমরা সেটার সুবিধা নিতে চেষ্টা করব।’

ঢাকা/এসএম