১১:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪

এশিয়া কাপ শুরুর আগে শীর্ষস্থান হারালেন সাকিব

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:০২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩
  • / ৪১৬৪ বার দেখা হয়েছে

শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের প্রথম ম্যাচে আজ বৃহস্পতিবার (৩১ আগস্ট) মাঠে নামবে বাংলাদেশ। বিশ্বকাপকে মাথায় রেখে এবারের এশিয়া কাপ হচ্ছে ওয়ানডে ফরম্যাটে। তার আগে বুধবার (৩০ আগস্ট) বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান টি-টোয়েন্টিতে নিজের শীর্ষস্থান হারালেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এতদিন সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন সাকিব। বুধবার সাকিবকে টপকে গেছেন নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বুধবার মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড। ম্যাচ শুরুর আগে ১৪০ উইকেট নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন সাকিব ও সাউদি। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে এক উইকেট পান সাউদি। জনি বেয়ারস্টোর উইকেট নিয়ে টপকে যান সাকিবকে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন উইকেটশিকারিদের তালিকায় এককভাবে শীর্ষে এই কিউই পেসার।

১১১ ম্যাচে সাউদির উইকেট সংখ্যা এখন ১৪১। সাউদির চেয়ে ছয় ম্যাচ বেশি খেলেছেন সাকিব। ১১৭ ম্যাচে তিনি নিয়েছেন ১৪০ উইকেট। তবে, গড় কিংবা ইকোনমি দুটোতেই সাকিব এগিয়ে আছেন সাউদির চেয়ে। বোলার সাকিব উইকেটপ্রতি খরচ করেছেন ২০.৪৯ রান। যেখানে সাউদি দিয়েছেন ২৩.২৮ রান। সাকিবের ইকোনমি রেট ৬.৭৯, সাউদির ৮.১৩।

আরও পড়ুন: শ্রীলঙ্কার বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

যদিও, সাউদির অর্জনের দিনে ইংল্যান্ডের কাছে পাত্তা পায়নি কিউইরা। ম্যাচ হেরেছে সাত উইকেটে। কিউইদের করা ৯ উইকেটে ১৩৯ রান ১৪ ওভারেই টপকে যায় ইংলিশরা।

ঢাকা/এসএম

শেয়ার করুন

x

এশিয়া কাপ শুরুর আগে শীর্ষস্থান হারালেন সাকিব

আপডেট: ০১:০২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩

শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের প্রথম ম্যাচে আজ বৃহস্পতিবার (৩১ আগস্ট) মাঠে নামবে বাংলাদেশ। বিশ্বকাপকে মাথায় রেখে এবারের এশিয়া কাপ হচ্ছে ওয়ানডে ফরম্যাটে। তার আগে বুধবার (৩০ আগস্ট) বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান টি-টোয়েন্টিতে নিজের শীর্ষস্থান হারালেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এতদিন সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন সাকিব। বুধবার সাকিবকে টপকে গেছেন নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বুধবার মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড। ম্যাচ শুরুর আগে ১৪০ উইকেট নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন সাকিব ও সাউদি। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে এক উইকেট পান সাউদি। জনি বেয়ারস্টোর উইকেট নিয়ে টপকে যান সাকিবকে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন উইকেটশিকারিদের তালিকায় এককভাবে শীর্ষে এই কিউই পেসার।

১১১ ম্যাচে সাউদির উইকেট সংখ্যা এখন ১৪১। সাউদির চেয়ে ছয় ম্যাচ বেশি খেলেছেন সাকিব। ১১৭ ম্যাচে তিনি নিয়েছেন ১৪০ উইকেট। তবে, গড় কিংবা ইকোনমি দুটোতেই সাকিব এগিয়ে আছেন সাউদির চেয়ে। বোলার সাকিব উইকেটপ্রতি খরচ করেছেন ২০.৪৯ রান। যেখানে সাউদি দিয়েছেন ২৩.২৮ রান। সাকিবের ইকোনমি রেট ৬.৭৯, সাউদির ৮.১৩।

আরও পড়ুন: শ্রীলঙ্কার বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

যদিও, সাউদির অর্জনের দিনে ইংল্যান্ডের কাছে পাত্তা পায়নি কিউইরা। ম্যাচ হেরেছে সাত উইকেটে। কিউইদের করা ৯ উইকেটে ১৩৯ রান ১৪ ওভারেই টপকে যায় ইংলিশরা।

ঢাকা/এসএম