এসএসসি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজে চলাচলে নিষেধাজ্ঞা

- আপডেট: ০৫:৩০:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২
- / ১০৩৪৬ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: এসএসসি, দাখিলসহ সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) থেকে। পরীক্ষা চলাকালীন কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতের লক্ষে কেন্দ্রের আশপাশে সাধারণের চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
নিষেধাজ্ঞায় পরীক্ষা কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে ডিএমপি।
আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এ আদেশ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে পরীক্ষা চলার সময় বলবৎ থাকবে বলে জানানো হয়।
এবার যানজটসহ নানা কারণেই পরীক্ষা এক ঘণ্টা পিছিয়ে বেলা ১১টা থেকে করা হয়েছে। সেই সঙ্গে কমানো হয়েছে পরীক্ষার সময়।
আরও পড়ুন: বৃহস্পতিবার শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা
ঢাকা/টিএ