এস আলমের সম্পদ কেউ কিনবেন না: গভর্নর

- আপডেট: ০৬:১২:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪
- / ১০৪৩১ বার দেখা হয়েছে
ব্যাপক সমালোচিত চট্টগ্রাম ভিত্তিক এস আলম গ্রুপের অনেক সম্পদ বিক্রি হয়ে হয়ে যাচ্ছে। এমন প্রেক্ষাপটে এ গ্রুপটির সম্পদ কাউকে না কেনার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। আজ বুধবার (২৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এস আলমের নামে বেনামে থাকা বিভিন্ন জমি সম্পদ বিক্রি করার চেষ্টা করছে। এগুলো ঠেকাতে আইনি প্রক্রিয়া দরকার। তাই রাষ্ট্রীয় স্বার্থে এ মুহূর্তে এস
আলম গ্রুপের জমি ও সম্পদ না কেনার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকে গভর্নর ।
আরও পড়ুন: ‘এস আলম’ বিশ্বের সবচেয়ে বড় ব্যাংক কেলেঙ্কারি: আহসান এইচ মনসুর
ড. আহসান এইচ মনসুর আরও বলেন, আমরা এ সম্পদকে আমানতকারীদের সুরক্ষায় ব্যবহার করতে চাই। এ বিষয়ে শীঘ্রই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এস আলমের বাইরের কিছু ব্যাংক নিয়েও কাজ করা হবে। বাংলাদেশ ব্যাংকের পরবর্তী কাজ হবে ব্যাংক খাতের সংস্কার।
এর আগে এস আলম গ্রুপ ও তাদের স্বার্থসংশ্লিষ্ট ব্যাক্তি ও প্রতিষ্ঠানের সব ব্যাংকের লেনদেন ঋণ এলসি স্থগিত করেছে কেন্দ্রীয় ব্যাংক।
ঢাকা/এসএইচ