১০:১৫ অপরাহ্ন, শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫

এস এ পরিবহনে আগুন লেগে পুড়েছে যেসব পার্সেল

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:৩৫:১৪ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩
  • / ১০৪৬৯ বার দেখা হয়েছে

কাকরাইলে এস এ পরিবহনের প্রধান কার্যালয়ের পার্সেল ডেলিভারি শাখায় সকাল পৌনে ১০টার দিকে আগুন লাগে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এস এ পরিবহনের যানবাহন শাখার সহকারী ফোরম্যান খোরশেদ আলম পলাশ জাগো নিউজকে বলেন, এখান থেকে ঢাকাসহ সারাদেশে পার্সেল ডেলিভারি হয়। সকালে কেবল এখানে গাড়ি থেকে পার্সেলগুলো নামানো হয়েছে। এর পরই আগুন লাগে। একটি গাড়িও পুড়ে গেছে। কি কারণে আগুন লেগেছে সেটা এখনো আমরা জানি না।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ডেলিভারির জন্য আনা গার্মেন্টসের পণ্যসহ আরো নানা ধরনের পণ্য পুড়ে গেছে বলেও জানান তিনি।কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি এস এ পরিবহনের কর্মকর্তারা।

সরেজমিন দিয়ে দেখা গেছে, ঘটনাস্থলে আধা পোড়া শাড়ি, কাপড়, নকশি কাঁথা, হোমিওপ্যাথি ওষুধের কাঁচের কৌটা, সিগারেট, বিড়ি, হারবাল ওষুধ, সুপারি পড়ে আছে।

যেসব পণ্য অক্ষত রয়েছে সেগুলো পরিবহনের কর্মীরা দ্রুত সরিয়ে নিয়েছেন।

আরও পড়ুন: ৪০ মিনিটেরও বেশি সময় পর এসএ পরিবহন কার্যালয়ের আগুন নিয়ন্ত্রণে

তিন তলা ভবনের নিচতলায় পণ্য রাখার কক্ষগুলোতে মূলত আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করে বেলা ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

নিচতলায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। সেগুলো আতশবাজি ও পটকা ছিল বলে এস এ পরিবহনের কর্মকর্তা ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন। আগুন নিভে যাওয়ার পরও ঘটনাস্থলে কেমিক্যালের ঝাঁঝালো গন্ধ পাওয়া যাচ্ছিল।

ঢাকা/এসএম

শেয়ার করুন

এস এ পরিবহনে আগুন লেগে পুড়েছে যেসব পার্সেল

আপডেট: ১২:৩৫:১৪ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩

কাকরাইলে এস এ পরিবহনের প্রধান কার্যালয়ের পার্সেল ডেলিভারি শাখায় সকাল পৌনে ১০টার দিকে আগুন লাগে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এস এ পরিবহনের যানবাহন শাখার সহকারী ফোরম্যান খোরশেদ আলম পলাশ জাগো নিউজকে বলেন, এখান থেকে ঢাকাসহ সারাদেশে পার্সেল ডেলিভারি হয়। সকালে কেবল এখানে গাড়ি থেকে পার্সেলগুলো নামানো হয়েছে। এর পরই আগুন লাগে। একটি গাড়িও পুড়ে গেছে। কি কারণে আগুন লেগেছে সেটা এখনো আমরা জানি না।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ডেলিভারির জন্য আনা গার্মেন্টসের পণ্যসহ আরো নানা ধরনের পণ্য পুড়ে গেছে বলেও জানান তিনি।কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি এস এ পরিবহনের কর্মকর্তারা।

সরেজমিন দিয়ে দেখা গেছে, ঘটনাস্থলে আধা পোড়া শাড়ি, কাপড়, নকশি কাঁথা, হোমিওপ্যাথি ওষুধের কাঁচের কৌটা, সিগারেট, বিড়ি, হারবাল ওষুধ, সুপারি পড়ে আছে।

যেসব পণ্য অক্ষত রয়েছে সেগুলো পরিবহনের কর্মীরা দ্রুত সরিয়ে নিয়েছেন।

আরও পড়ুন: ৪০ মিনিটেরও বেশি সময় পর এসএ পরিবহন কার্যালয়ের আগুন নিয়ন্ত্রণে

তিন তলা ভবনের নিচতলায় পণ্য রাখার কক্ষগুলোতে মূলত আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করে বেলা ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

নিচতলায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। সেগুলো আতশবাজি ও পটকা ছিল বলে এস এ পরিবহনের কর্মকর্তা ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন। আগুন নিভে যাওয়ার পরও ঘটনাস্থলে কেমিক্যালের ঝাঁঝালো গন্ধ পাওয়া যাচ্ছিল।

ঢাকা/এসএম