এ সরকারের সময়েই আবু সাঈদ হত্যার বিচার করা হবে: আইন উপদেষ্টা

- আপডেট: ০৩:৩৩:০০ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
- / ১০৩১৭ বার দেখা হয়েছে
অন্তর্বর্তী সরকারের সময়েই আবু সাঈদ হত্যার বিচারকাজ শেষ করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আজ বুধবার (১৬ জুলাই) রংপুরে জুলাই শহীদ দিবস ও শহীদ আবু সাঈদের প্রথম শাহাদাৎ দিবস উপলক্ষে আয়েজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আসিফ নজরুল বলেন, বিচারকাজ নিশ্চিত করা হচ্ছে। এ বিচারকাজ পূর্ণগতিতে এগিয়ে চলেছে, কারও কোনো গাফিলতি নেই। আমার বিশ্বাস আমাদের শাসনামেলে এ হত্যাকাণ্ডের বিচার হবে।
একই অনুষ্ঠানে পানি সম্পদ উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, বিচার কেবল কাউকে ফাঁসি দেয়া তা নয়, শহীদ আবু সাঈদ, মুগ্ধ, ইয়ামিনের বিচার ইতিহাস তৈরি করতে হবে ন্যায় প্রতিষ্ঠার মধ্যদিয়ে।
জুলাই শহীদ দিবস উপলক্ষে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন নানা কর্মসূচি পালন করেছে। জুলাই হত্যার বিচার, সংস্কার এবং বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের দাবি ওঠে শহীদ আবু সাঈদের প্রথম শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠান।
দুই হাত প্রসারিত করে আবু সাঈদ হয়ে উঠেছিলেন যেন পুরো বাংলাদেশ। পুলিশের নির্বিচারে চালানো গুলিতে শহীদ হন তিনি। কোটা সংস্কার আন্দোলন পরিণত হয় সরকার পতনের গণ-আন্দোলনে। শহীদ আবু সাঈদের প্রথম শাহাদাত বার্ষিকীতে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন নানা অনুষ্ঠানের আয়োজন করে।
সকালে পীরগঞ্জের বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে শুরু হয় এ কর্মসূচি। এ উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আবু সাঈদ হত্যার বিচার দাবি করেন তারা।
আরও পড়ুন: নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে সরানো হলো ‘নৌকা’ প্রতীক
এদিকে জুলাই শহীদ দিবস ও শহীদ আবু সাঈদের প্রথম শাহাদাৎ দিবস উপলক্ষে লাল ব্যাচ ধারন করে একটি শোক র্যালি বের করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। বৈষম্যের বিরুদ্ধে আবু সাঈদের যে লড়াই ছিলো তা ফুটে ওঠে তরুণদের কণ্ঠে। এ আয়োজনে যোগ দেন আইন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টাসহ পানি সম্পদ উপদেষ্টা।
এর আগে শহীদ আবু সাঈদ মেমোরিয়াল স্ট্রিট স্ট্যাম্প ও স্মৃতি স্তম্ভের উদ্বোধন করেন উপদেষ্টারা।
ঢাকা/এসএইচ