ওমরা করতে গিয়ে অগ্নিকাণ্ডে প্রাণ গেলো ৮ পাকিস্তানির

- আপডেট: ১০:২১:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩
- / ১০৫০৮ বার দেখা হয়েছে
সৌদি আরবের মক্কায় একটি হোটেলে আগুন লেগে কমপক্ষে ৮ পাকিস্তানির মৃত্যু হয়েছে। তারা সবাই ওমরা করতে এসেছিলেন। অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে আহত হয়েছেন আরও কয়েকজন। শনিবার (২০ মে) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে জিও নিউজ।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
পাকিস্তানের কনসাল ওয়েলফেয়ার এক বিবৃতিতে জানায়, মৃত চারজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাদের দুইজন বিহারের বাকি দুইজন কাসুরের বাসিন্দা। অন্যদের পরিচয় জানার চেষ্টা চলছে।
আগুনের ঘটনায় ৮ জন মৃত্যুর খবর নিশ্চিত করেছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি জানান, আহতদের চিকিৎসা চলছে।
আরও পড়ুন: সুদানে ৭ দিনের যুদ্ধবিরতিতে রাজি সেনাবাহিনী-আধাসামরিক বাহিনী
এই ভয়াবহ ঘটনার খবর পাওয়া মাত্রই দ্রুত ব্যবস্থা নিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ক্ষতিগ্রস্ত এবং শোকাহত পরিবারগুলোকে সহায়তায় জেদ্দায় থাকায় কর্মকর্তারা কাজ করছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে।এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন সিন্ধু প্রদেশের গভর্নর কামরান তেসোরি।
ঢাকা/এসএম