‘ওমিক্রন সম্ভবত এরই মধ্যে বিশ্বজুড়ে ছড়িয়েছে’

- আপডেট: ০৪:০৬:০৬ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১
- / ১০৩৪৭ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন সম্ভবত এরই মধ্যে বিশ্বজুড়ে ছড়িয়ে গেছে। কারণ, এটি এখনো স্পষ্ট নয় যে- এটি বিদ্যমান পিসিআর পরীক্ষার দ্বারা কতটা ভালোভাবে শনাক্ত করা যায়। ডিএনকেওএম-এর মলিকুলার জেনেটিক স্টাডিসের প্রতিষ্ঠাতা ও প্রধান আন্দ্রে ইসায়েভ এ কথা বলেছেন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
তিনি আরো বলেছেন, পিসিআর পরীক্ষায় ওমক্রিন কতটা স্পষ্টভাবে দৃম্যমান হবে এবং ল্যাব পরীক্ষকরা বিদ্যমান পরীক্ষাপদ্ধতির সঙ্গে এটি সঠিকভাবে শনাক্ত করতে পারবেন কি না। তিনি আরো বলেন, আমার মতে বিশ্বব্যাপী ওমক্রিনের উপস্থিতর ব্যাপারে প্রকৃত তথ্য আমরা জানি না। তবে আফ্রিকা থেকে আসা প্রতিটি মানুষের নমুনা সংগ্রহ করতেছি। এই নমুনা গুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে পারছি না।
এটার যথেষ্ট শঙ্কা রয়েছে যে এরই মধ্যে করোনার এই ধরন বিশ্বজুড়ে ছড়িয়ে গেছে বলেও মন্তব্য করেছেন তিনি।
সূত্র : রাশিয়ান নিউজ অ্যাজেন্সি টাস।
ঢাকা/এমটি