০৭:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

ওষুধ ও রসায়ন খাতের ১৩ কোম্পানির মুনাফা বাড়লেও কমেছে ১৪টির

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:৪৭:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৬ মে ২০১৮
  • / ১০৯০১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভূক্ত ওষুধ ও রসায়ন খাতে ২৯টি কোম্পানির মধ্যে চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে ১৩টি কোম্পানির মুনাফা বেড়েছে এবং ১৪টি কোম্পানির কমেছে। দুই কোম্পানি এখনো আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আলোচ্য সময়ে ৭২.১০ শতাংশ মুনাফা বৃদ্ধি নিয়ে কোম্পানিগুলোর মধ্যে প্রবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ফার্মা এইড লিমিটেড। অন্যদিকে, ৩৫৯.২২ শতাংশ মুনাফা হ্রাস নিয়ে পতনের তালিকায় শীর্ষে রয়েছে লিবরা ইনফিউশন।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, মুনাফা বৃদ্ধি পাওয়া ১৩ কোম্পানির মধ্যে ফার্মা এইডের প্রবৃদ্ধি এসেছে ৭২.১০ শতাংশ, বিকন ফার্মার ২৯.৬২ শতাংশ, গ্লোবাল হেভি কেমিক্যালের ১৯.২৩ শতাংশ, রেনেটার ১৮.৫৮ শতাংশ, কোহিনূর কেমিক্যালের ১৮.০২ শতাংশ, বেক্সিমকো ফার্মার ১৭.৬১ শতাংশ, ইবনে সিনার ১৭.৮৭ শতাংশ, স্কয়ার ফার্মার ১৩.২২ শতাংশ, এমবি ফার্মার ৮.৬২ শতাংশ, সালভো কেমিক্যালের ৭.১৪ শতাংশ, একমি ল্যাবরেটরিজের ৪.৪২ শতাংশ, জেএমআইর ১.৯৪ শতাংশ এবং এএফসি এগ্রোর ০.৪৬ শতাংশ।

অপরদিকে, নেতিবাচক প্রবৃদ্ধির দিক থেকে ১৪ কোম্পানির মধ্যে লিবরা ইনফিউশনের শেয়ারপ্রতি মুনাফা কমেছে ৩৫৯.২২ শতাংশ, বেক্সিমকো সিনথেটিক্সের ৭৬.৯৭ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ৭০.৭০ শতাংশ, এসিআই ফর্মুলেশনের ৫০.১৮ শতাংশ, এসিআইর ৪০.৭৬ শতাংশ, ইমাম বাটনের ২১.৪২ শতাংশ, এ্যাডভেন্ট ফার্মার ২০.৯৬ শতাংশ, ফার কেমিক্যালের ১৮.৩৬ শতাংশ, অরিয়ন ইনফিউশনের ৯.৬৪ শতাংশ, অরিয়ন ফার্মার ৮.৬০ শতাংশ, ওয়াটা কেমিক্যালের ৪.৪৮ শতাংশ এবং একটিভ ফাইনের ১.৪৭ শতাংশ।

মুনাফায় থাকা ১৩ কোম্পানির ২০১৭ (২০১৬-১৭ অর্থবছর) বছরে শেয়ারপ্রতি মুনাফা,
২০১৮ (২০১৭-১৮) বছরে শেয়ারপ্রতিমুনাফা এবংমুনাফা প্রবৃদ্ধিরচিত্র নিচে তুলে ধরা হলো:-

কোম্পানি নয় মাসে আয় প্রবৃদ্ধি
২০১৭ ২০১৮
ফার্মা এইড ৭.১৭ ১২.৩৪ ৭২.১০%
বিকন ফার্মা ০.২৭ ০.৩৫ ২৯.৬২%
গ্লোবাল হেভি ১.০৪ ১.২৪ ১৯.২৩%
রেনেটা ২৬.২৬ ৩১.১৪ ১৮.৫৮%
কোহিনূর কেমি: ৬.৪৯ ৭.৬৬ ১৮.০২%
ইবনে সিনা ৬.৪৯ ৭.৬৫ ১৭.৮৭%
বেক্সিমকো ফার্মা ৪.০৩ ৪.৭৪ ১৭.৬১%
স্কয়ার ফার্মা ১০.৫৯ ১১.৯৯ ১৩.২২%
এমবি ফার্মা ২.৩২ ২.৫২ ৮.৬২%
১০ সালভো কেমি: ০.৫৬ ০.৬০ ৭.১৪%
১১ একমি ল্যাব ৫.৪২ ৫.৬৬ ৪.৪২%
১২ জেএমআই ৪.১১ ৪.১৯ ১.৯৪%
১৩ এএফসি এগ্রো ২.১৪ ২.১৫ ০.৪৬%

মুনাফা হ্রাস পাওয়া ১৪ কোম্পানির ২০১৭ (২০১৬-১৭) বছরে শেয়ারপ্রতি মুনাফা বা লোকসান, ২০১৮ (২০১৭-১৮) বছরে শেয়ারপ্রতি মুনাফা বা লোকসান এবং মুনাফা হ্রাস বা লোকসান বৃদ্ধির চিত্র তুলে ধরা হলো:-

কোম্পানি নয় মাসে আয় মুনাফাহ্রাস
২০১৭ ২০১৮
লিবরা ৪.৮৮ -১২৬৫ -৩৫৯.২২%
বেক্স সিনথে -১.৩৯ -২.৪৬ -৭৬.৯৭%
সেন্ট্রাল ০.৯৯ ০.২৯ -৭০.৭০%
এসিআই ফরমুল ৫.৫০ ২.৭৪ -৫০.১৮%
এসিআই ১৫.১১ ৮.৯৫ -৪০.৭৬%
রেকিট বেকিন ১১.৫৪ ৭.৩৪ -৩৬.২২
গ্লাক্সো ১৪.৬৬ ১১.৪৯ -২১.৬২%
ইমাম বাটন ০.৭০ -০.৮৫ -২১.৪২%
এ্যাডভেন্ট ১.২৪ ০.৯৮ -২০.৯৬%
১০ ফার কেমি ১.৪৭ ১.২০ -১৮.৩৬%
১১ অরিয়ন ইনফি: ১.১৪ ১.০৩ -৯.৬৪%
১২ অরিয়ন ফার্মা ৩.০২ ২.৭৬ -৮.৪৬%
১৩ ওয়াটা কেমি: ৩.১২ ২.৯৮ -৪.৪৮
১৪ একটিভ ২.০৪ ২.০১ -১.৪৭%

 

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

ওষুধ ও রসায়ন খাতের ১৩ কোম্পানির মুনাফা বাড়লেও কমেছে ১৪টির

আপডেট: ০৬:৪৭:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৬ মে ২০১৮

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভূক্ত ওষুধ ও রসায়ন খাতে ২৯টি কোম্পানির মধ্যে চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে ১৩টি কোম্পানির মুনাফা বেড়েছে এবং ১৪টি কোম্পানির কমেছে। দুই কোম্পানি এখনো আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আলোচ্য সময়ে ৭২.১০ শতাংশ মুনাফা বৃদ্ধি নিয়ে কোম্পানিগুলোর মধ্যে প্রবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ফার্মা এইড লিমিটেড। অন্যদিকে, ৩৫৯.২২ শতাংশ মুনাফা হ্রাস নিয়ে পতনের তালিকায় শীর্ষে রয়েছে লিবরা ইনফিউশন।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, মুনাফা বৃদ্ধি পাওয়া ১৩ কোম্পানির মধ্যে ফার্মা এইডের প্রবৃদ্ধি এসেছে ৭২.১০ শতাংশ, বিকন ফার্মার ২৯.৬২ শতাংশ, গ্লোবাল হেভি কেমিক্যালের ১৯.২৩ শতাংশ, রেনেটার ১৮.৫৮ শতাংশ, কোহিনূর কেমিক্যালের ১৮.০২ শতাংশ, বেক্সিমকো ফার্মার ১৭.৬১ শতাংশ, ইবনে সিনার ১৭.৮৭ শতাংশ, স্কয়ার ফার্মার ১৩.২২ শতাংশ, এমবি ফার্মার ৮.৬২ শতাংশ, সালভো কেমিক্যালের ৭.১৪ শতাংশ, একমি ল্যাবরেটরিজের ৪.৪২ শতাংশ, জেএমআইর ১.৯৪ শতাংশ এবং এএফসি এগ্রোর ০.৪৬ শতাংশ।

অপরদিকে, নেতিবাচক প্রবৃদ্ধির দিক থেকে ১৪ কোম্পানির মধ্যে লিবরা ইনফিউশনের শেয়ারপ্রতি মুনাফা কমেছে ৩৫৯.২২ শতাংশ, বেক্সিমকো সিনথেটিক্সের ৭৬.৯৭ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ৭০.৭০ শতাংশ, এসিআই ফর্মুলেশনের ৫০.১৮ শতাংশ, এসিআইর ৪০.৭৬ শতাংশ, ইমাম বাটনের ২১.৪২ শতাংশ, এ্যাডভেন্ট ফার্মার ২০.৯৬ শতাংশ, ফার কেমিক্যালের ১৮.৩৬ শতাংশ, অরিয়ন ইনফিউশনের ৯.৬৪ শতাংশ, অরিয়ন ফার্মার ৮.৬০ শতাংশ, ওয়াটা কেমিক্যালের ৪.৪৮ শতাংশ এবং একটিভ ফাইনের ১.৪৭ শতাংশ।

মুনাফায় থাকা ১৩ কোম্পানির ২০১৭ (২০১৬-১৭ অর্থবছর) বছরে শেয়ারপ্রতি মুনাফা,
২০১৮ (২০১৭-১৮) বছরে শেয়ারপ্রতিমুনাফা এবংমুনাফা প্রবৃদ্ধিরচিত্র নিচে তুলে ধরা হলো:-

কোম্পানি নয় মাসে আয় প্রবৃদ্ধি
২০১৭ ২০১৮
ফার্মা এইড ৭.১৭ ১২.৩৪ ৭২.১০%
বিকন ফার্মা ০.২৭ ০.৩৫ ২৯.৬২%
গ্লোবাল হেভি ১.০৪ ১.২৪ ১৯.২৩%
রেনেটা ২৬.২৬ ৩১.১৪ ১৮.৫৮%
কোহিনূর কেমি: ৬.৪৯ ৭.৬৬ ১৮.০২%
ইবনে সিনা ৬.৪৯ ৭.৬৫ ১৭.৮৭%
বেক্সিমকো ফার্মা ৪.০৩ ৪.৭৪ ১৭.৬১%
স্কয়ার ফার্মা ১০.৫৯ ১১.৯৯ ১৩.২২%
এমবি ফার্মা ২.৩২ ২.৫২ ৮.৬২%
১০ সালভো কেমি: ০.৫৬ ০.৬০ ৭.১৪%
১১ একমি ল্যাব ৫.৪২ ৫.৬৬ ৪.৪২%
১২ জেএমআই ৪.১১ ৪.১৯ ১.৯৪%
১৩ এএফসি এগ্রো ২.১৪ ২.১৫ ০.৪৬%

মুনাফা হ্রাস পাওয়া ১৪ কোম্পানির ২০১৭ (২০১৬-১৭) বছরে শেয়ারপ্রতি মুনাফা বা লোকসান, ২০১৮ (২০১৭-১৮) বছরে শেয়ারপ্রতি মুনাফা বা লোকসান এবং মুনাফা হ্রাস বা লোকসান বৃদ্ধির চিত্র তুলে ধরা হলো:-

কোম্পানি নয় মাসে আয় মুনাফাহ্রাস
২০১৭ ২০১৮
লিবরা ৪.৮৮ -১২৬৫ -৩৫৯.২২%
বেক্স সিনথে -১.৩৯ -২.৪৬ -৭৬.৯৭%
সেন্ট্রাল ০.৯৯ ০.২৯ -৭০.৭০%
এসিআই ফরমুল ৫.৫০ ২.৭৪ -৫০.১৮%
এসিআই ১৫.১১ ৮.৯৫ -৪০.৭৬%
রেকিট বেকিন ১১.৫৪ ৭.৩৪ -৩৬.২২
গ্লাক্সো ১৪.৬৬ ১১.৪৯ -২১.৬২%
ইমাম বাটন ০.৭০ -০.৮৫ -২১.৪২%
এ্যাডভেন্ট ১.২৪ ০.৯৮ -২০.৯৬%
১০ ফার কেমি ১.৪৭ ১.২০ -১৮.৩৬%
১১ অরিয়ন ইনফি: ১.১৪ ১.০৩ -৯.৬৪%
১২ অরিয়ন ফার্মা ৩.০২ ২.৭৬ -৮.৪৬%
১৩ ওয়াটা কেমি: ৩.১২ ২.৯৮ -৪.৪৮
১৪ একটিভ ২.০৪ ২.০১ -১.৪৭%