১১:৩২ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪

ওয়েস্ট ইন্ডিজেও ব্যর্থ বাংলাদেশি ব্যাটাররা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:৫৭:০৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুন ২০২২
  • / ৪১২৫ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: ওয়েস্ট ইন্ডিজেও ব্যর্থ বাংলাদেশি ব্যাটাররা। তবে তামিমের দারুণ ইনিংস অন্যদের ব্যর্থতা ঢেকে দিয়েছে। বলাই বাহুল্য, যে খেলা হয়েছে উইন্ডিজ বোলার বনাম তামিম ইকবাল।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে তিন দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচে প্রথম দিন ১৪০ রানে অপরাজিত থাকা তামিম ১৬২ রানেও হার মানেননি। তার শতকের সহায়তায় শনিবার ৭ উইকেটে ৩১০ রানে প্রথম ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।

আর নিজেদের প্রথম ইনিংসে ৬৬ ওভার খেলে ৪ উইকেট হারিয়ে ২০১ রান করে ফেলেছেন উইন্ডিজরা।অর্থাৎ দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে ১০৯ রানে এগিয়ে রয়েছেন টাইগাররা। বাংলাদেশের ইনিংসে তামিমের পর দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ মাত্র ৫৪ ও ৩৫ রান, যথাক্রমে নাজমুল হোসেন শান্ত ও নাঈম হাসানের। 

কিন্তু রানে ফেরার জন্য নেতৃত্ব ছেড়ে দেওয়া মুমিনুল হক আউট হয়েছেন শূন্যতে। রানের খাতা খুলতে পারেননি ওপেনার মাহমুদুল হাসানও। নেতৃত্বের ভার কাঁধে নিয়েই যেন নুয়ে পড়লেন ফর্মের তুঙ্গে থাকা লিটস দাস। তার সংগ্রহ মাত্র ৪ রান। এ ম্যাচে সাকিব আল হাসান না থাকায় অধিনায়কত্বের দায়িত্ব পালন করছেন লিটন।ইয়াসির আলী (১১),  মেহেদী হাসান মিরাজ (৭) ও মোসাদ্দেক হোসেন করেন ১৯ রান। ব্যাট হাতে তামিমের আলো ছড়ানোর পর ফিল্ডিংয়ে নেমে বল হাতে উজ্জ্বল ডানহাতি পেসার এবাদত হোসেন। বোলিংয়ে নেমে শুরুতে তেমন সুবিধা করতে পারেনি বাংলাদেশ। প্রেসিডেন্টস একাদশের দুই ওপেনার জেরেমি সোলোজানো ও ত্যাজনারায়ণ চন্দরপল গড়েন ১০৯ রানের জুটি। 

শিবনারায়ণ চন্দরপলের ছেলে ত্যাজনারায়ণ ফেরেন ৫৯ রানে। নতুন স্পেলে এসে দারুণ বল করেন এবাদত। ইনিংসের ৪৭তম ওভারে পর পর দুই বলে টেভিন ইমলাচ ও অ্যালিক অ্যাথানাজকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে সাজঘরে ফেরান তিনি। এর চার ওভার পর ফের উইন্ডিজ শিবিরে আঘাত এবাদতের। রস্টোন চেজকে লিটন দাসের হাতে ক্যাচে পরিণত করেন তিনি। ৮৩ রানে অপরাজিত রয়েছেন সোলোজানো।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ৯৭ ওভারে ৩১০/৭ ইনিংস ঘোষণা (তামিম ১৬২*, জয় ০, শান্ত ৫৪, মুমিনুল ০, লিটন ৪*, ইয়াসির আহত অবসর ১১, সোহান ৩৫, মিরাজ ৭, মোসাদ্দেক ১৯, রেজাউর ০*; ম্যাকসুইন ১৪-১-৫৭-১, লুইস ১৫-৩-৪৭-২, মিন্ডলে ১০-৪-২২-১, আর্চিবল্ড ১০-১-৩২-০, চার্লস ১৮-৪-৫৭-১, চেইস ৪-১-১৭-০, ওয়ারিক্যান ১৭-৭-৩৪-১ ক্যারিয়াহ ৯-০-৩১-১)।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশ ১ম ইনিংস: ৬৬ ওভারে ২০১/৪ (চন্দরপল ৫৯, সলোজানো ৮৩*, ইমলাক ২৭, এথেনাজে ০, চেইস ৬, ক্যারিয়াহ ২১*; ইবাদত ১২-০-৫১-৩, খালেদ ১২-৩-৩১-০, রেজাউর ১৩-১-৪৭-১, মিরাজ ১৩-৫-২৫-০, তাইজুল ১১-৩-৩৬-০, মোসাদ্দেক ৪-১-৬-০, শান্ত ১-০-৩-০)।

ঢাকা/এসএম

শেয়ার করুন

x

ওয়েস্ট ইন্ডিজেও ব্যর্থ বাংলাদেশি ব্যাটাররা

আপডেট: ১২:৫৭:০৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুন ২০২২

বিজনেস জার্নাল প্রতিবেদক: ওয়েস্ট ইন্ডিজেও ব্যর্থ বাংলাদেশি ব্যাটাররা। তবে তামিমের দারুণ ইনিংস অন্যদের ব্যর্থতা ঢেকে দিয়েছে। বলাই বাহুল্য, যে খেলা হয়েছে উইন্ডিজ বোলার বনাম তামিম ইকবাল।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে তিন দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচে প্রথম দিন ১৪০ রানে অপরাজিত থাকা তামিম ১৬২ রানেও হার মানেননি। তার শতকের সহায়তায় শনিবার ৭ উইকেটে ৩১০ রানে প্রথম ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।

আর নিজেদের প্রথম ইনিংসে ৬৬ ওভার খেলে ৪ উইকেট হারিয়ে ২০১ রান করে ফেলেছেন উইন্ডিজরা।অর্থাৎ দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে ১০৯ রানে এগিয়ে রয়েছেন টাইগাররা। বাংলাদেশের ইনিংসে তামিমের পর দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ মাত্র ৫৪ ও ৩৫ রান, যথাক্রমে নাজমুল হোসেন শান্ত ও নাঈম হাসানের। 

কিন্তু রানে ফেরার জন্য নেতৃত্ব ছেড়ে দেওয়া মুমিনুল হক আউট হয়েছেন শূন্যতে। রানের খাতা খুলতে পারেননি ওপেনার মাহমুদুল হাসানও। নেতৃত্বের ভার কাঁধে নিয়েই যেন নুয়ে পড়লেন ফর্মের তুঙ্গে থাকা লিটস দাস। তার সংগ্রহ মাত্র ৪ রান। এ ম্যাচে সাকিব আল হাসান না থাকায় অধিনায়কত্বের দায়িত্ব পালন করছেন লিটন।ইয়াসির আলী (১১),  মেহেদী হাসান মিরাজ (৭) ও মোসাদ্দেক হোসেন করেন ১৯ রান। ব্যাট হাতে তামিমের আলো ছড়ানোর পর ফিল্ডিংয়ে নেমে বল হাতে উজ্জ্বল ডানহাতি পেসার এবাদত হোসেন। বোলিংয়ে নেমে শুরুতে তেমন সুবিধা করতে পারেনি বাংলাদেশ। প্রেসিডেন্টস একাদশের দুই ওপেনার জেরেমি সোলোজানো ও ত্যাজনারায়ণ চন্দরপল গড়েন ১০৯ রানের জুটি। 

শিবনারায়ণ চন্দরপলের ছেলে ত্যাজনারায়ণ ফেরেন ৫৯ রানে। নতুন স্পেলে এসে দারুণ বল করেন এবাদত। ইনিংসের ৪৭তম ওভারে পর পর দুই বলে টেভিন ইমলাচ ও অ্যালিক অ্যাথানাজকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে সাজঘরে ফেরান তিনি। এর চার ওভার পর ফের উইন্ডিজ শিবিরে আঘাত এবাদতের। রস্টোন চেজকে লিটন দাসের হাতে ক্যাচে পরিণত করেন তিনি। ৮৩ রানে অপরাজিত রয়েছেন সোলোজানো।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ৯৭ ওভারে ৩১০/৭ ইনিংস ঘোষণা (তামিম ১৬২*, জয় ০, শান্ত ৫৪, মুমিনুল ০, লিটন ৪*, ইয়াসির আহত অবসর ১১, সোহান ৩৫, মিরাজ ৭, মোসাদ্দেক ১৯, রেজাউর ০*; ম্যাকসুইন ১৪-১-৫৭-১, লুইস ১৫-৩-৪৭-২, মিন্ডলে ১০-৪-২২-১, আর্চিবল্ড ১০-১-৩২-০, চার্লস ১৮-৪-৫৭-১, চেইস ৪-১-১৭-০, ওয়ারিক্যান ১৭-৭-৩৪-১ ক্যারিয়াহ ৯-০-৩১-১)।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশ ১ম ইনিংস: ৬৬ ওভারে ২০১/৪ (চন্দরপল ৫৯, সলোজানো ৮৩*, ইমলাক ২৭, এথেনাজে ০, চেইস ৬, ক্যারিয়াহ ২১*; ইবাদত ১২-০-৫১-৩, খালেদ ১২-৩-৩১-০, রেজাউর ১৩-১-৪৭-১, মিরাজ ১৩-৫-২৫-০, তাইজুল ১১-৩-৩৬-০, মোসাদ্দেক ৪-১-৬-০, শান্ত ১-০-৩-০)।

ঢাকা/এসএম