০৪:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

কক্সবাজারে স্পেশাল ট্রেনের তিন বগি লাইনচ্যুত

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:৪৫:৪২ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
  • / ১০৩৪৯ বার দেখা হয়েছে

কক্সবাজারের চকরিয়া স্টেশনে ঈদের বিশেষ ট্রেন লাইনচ্যুত হয়েছে। চট্টগ্রাম থেকে বুধবার (২৪ এপ্রিল) সকাল ৭টায় ছেড়ে যাওয়ার পর ট্রেনটি চকরিয়ার ডুলাহাজারা স্টেশন পার হতেই বগি লাইনচ্যুত হয়। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, লুপলাইন ফ্রি থাকায় ঢাকা-চট্রগ্রাম-কক্সবাজার রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। উদ্ধার কাজের জন্য রিলিফ ট্রেন ডাকা হয়েছে।
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) মো. সাইফুল ইসলাম বলেন, ‘নতুন রেলপথ হলেও ঠিক কোন কারণে ট্রেন লাইনচ্যুত হয়েছে, সেটি এখনই বোঝা যাচ্ছে না।

দ্রুত উদ্ধারে রিলিফ ট্রেন যাচ্ছে। তবে ডুলাহাজারা স্টেশনে একাধিক লুপ লাইন সক্রিয় থাকায় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।’
রেলের পরিবহন বিভাগ বলছে, কক্সবাজারমুখী ট্রেনটি ১১টি বগি নিয়ে সকাল ৭টায় চট্টগ্রাম স্টেশন ছেড়ে যায়। সকাল ৯টা ৪৭ মিনিটে মেইন লাইন থেকে ডুলাহাজারা স্টেশনের ১ নম্বর লুপ লাইনে প্রবেশ করে।

আরও পড়ুন: রোহিঙ্গা ভোটারদের পূর্ণাঙ্গ তালিকা চেয়েছেন হাইকোর্ট

২ মিনিট বিরতি দিয়ে ট্রেন ছেড়ে মূল বা মেইন লাইনে ওঠার আগে সকাল ৯টা ৫০ মিনিটের দিকে তিনটি বগি লাইনচ্যুত হয়। চট্টগ্রাম থেকে সকাল ১০টা ৪৭ মিনিটে রিলিফ ট্রেন ডুলাহাজারার দিকে রওনা দেয়। দোহাজারি-কক্সবাজার রেলপথ প্রকল্পে নিয়োজিত কর্মীরা দুর্ঘটনার পর মেইন লাইনের সঙ্গে ৩ নম্বর লুপ লাইনের সংযোগ স্থাপন করেছেন। এজন্য এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

কক্সবাজারে স্পেশাল ট্রেনের তিন বগি লাইনচ্যুত

আপডেট: ০১:৪৫:৪২ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

কক্সবাজারের চকরিয়া স্টেশনে ঈদের বিশেষ ট্রেন লাইনচ্যুত হয়েছে। চট্টগ্রাম থেকে বুধবার (২৪ এপ্রিল) সকাল ৭টায় ছেড়ে যাওয়ার পর ট্রেনটি চকরিয়ার ডুলাহাজারা স্টেশন পার হতেই বগি লাইনচ্যুত হয়। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, লুপলাইন ফ্রি থাকায় ঢাকা-চট্রগ্রাম-কক্সবাজার রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। উদ্ধার কাজের জন্য রিলিফ ট্রেন ডাকা হয়েছে।
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) মো. সাইফুল ইসলাম বলেন, ‘নতুন রেলপথ হলেও ঠিক কোন কারণে ট্রেন লাইনচ্যুত হয়েছে, সেটি এখনই বোঝা যাচ্ছে না।

দ্রুত উদ্ধারে রিলিফ ট্রেন যাচ্ছে। তবে ডুলাহাজারা স্টেশনে একাধিক লুপ লাইন সক্রিয় থাকায় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।’
রেলের পরিবহন বিভাগ বলছে, কক্সবাজারমুখী ট্রেনটি ১১টি বগি নিয়ে সকাল ৭টায় চট্টগ্রাম স্টেশন ছেড়ে যায়। সকাল ৯টা ৪৭ মিনিটে মেইন লাইন থেকে ডুলাহাজারা স্টেশনের ১ নম্বর লুপ লাইনে প্রবেশ করে।

আরও পড়ুন: রোহিঙ্গা ভোটারদের পূর্ণাঙ্গ তালিকা চেয়েছেন হাইকোর্ট

২ মিনিট বিরতি দিয়ে ট্রেন ছেড়ে মূল বা মেইন লাইনে ওঠার আগে সকাল ৯টা ৫০ মিনিটের দিকে তিনটি বগি লাইনচ্যুত হয়। চট্টগ্রাম থেকে সকাল ১০টা ৪৭ মিনিটে রিলিফ ট্রেন ডুলাহাজারার দিকে রওনা দেয়। দোহাজারি-কক্সবাজার রেলপথ প্রকল্পে নিয়োজিত কর্মীরা দুর্ঘটনার পর মেইন লাইনের সঙ্গে ৩ নম্বর লুপ লাইনের সংযোগ স্থাপন করেছেন। এজন্য এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

ঢাকা/এসএইচ