০৮:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

কনুইয়ে গুঁতো খেলেই সারা হাত কনকন করে ওঠে কেন?

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:৪৯:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০২৩
  • / ১০৪০৬ বার দেখা হয়েছে

কখনও কখনও এমন হয় কনুইয়ে সামান্য একটু আঘাত লাগতেই পুরো হাত চিনচিন করে ওঠে। কিন্তু কেন এমন হয়? বিদ্যুতের ঝটকার মতো এই ব্যথার কারণ কী?

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

কনুইয়ে গুতো লাগলে হাতের ভেতর কনকন করে ওঠা এই অনুভূতির কারণ হলো বিশেষ একটি স্নায়ু। চিকিৎসার পরিভাষায় যাকে বলা হয় ‘আলনার নার্ভ’। সারা শরীরেই স্নায়ু থাকে। কিন্তু কনুই যেহেতু অস্থিসন্ধি, তাই কনুইয়ের স্নায়ুর ওপরে মেদ এবং পেশির আস্তরণ অত্যন্ত কম থাকে। স্নায়ুটি ত্বকের ঠিক নীচেই থাকে। ফলে ন্যূনতম আঘাত বা ছোট্ট টোকাতেও সেটার ওপর প্রভাব পড়ে এবং শিহরনের মতো অনুভূতি হয়।

আরও পড়ুন: ঋণ অবলোপন নীতিমালায় শিথিলতা

আমেরিকার ক্লিভল্যান্ড ক্লিনিক সম্প্রতি এ বিষয়ে একটি গবেষণাপত্র প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে অল্প আঘাতে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। তবে খুব তীব্র কোনো আঘাত লাগলে স্নায়ু ক্ষতিগ্রস্ত হতে পারে। তখন চিকিৎসকের দ্বারস্থ হতে হবে।

ঢাকা/এসএম

ট্যাগঃ

শেয়ার করুন

কনুইয়ে গুঁতো খেলেই সারা হাত কনকন করে ওঠে কেন?

আপডেট: ১১:৪৯:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০২৩

কখনও কখনও এমন হয় কনুইয়ে সামান্য একটু আঘাত লাগতেই পুরো হাত চিনচিন করে ওঠে। কিন্তু কেন এমন হয়? বিদ্যুতের ঝটকার মতো এই ব্যথার কারণ কী?

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

কনুইয়ে গুতো লাগলে হাতের ভেতর কনকন করে ওঠা এই অনুভূতির কারণ হলো বিশেষ একটি স্নায়ু। চিকিৎসার পরিভাষায় যাকে বলা হয় ‘আলনার নার্ভ’। সারা শরীরেই স্নায়ু থাকে। কিন্তু কনুই যেহেতু অস্থিসন্ধি, তাই কনুইয়ের স্নায়ুর ওপরে মেদ এবং পেশির আস্তরণ অত্যন্ত কম থাকে। স্নায়ুটি ত্বকের ঠিক নীচেই থাকে। ফলে ন্যূনতম আঘাত বা ছোট্ট টোকাতেও সেটার ওপর প্রভাব পড়ে এবং শিহরনের মতো অনুভূতি হয়।

আরও পড়ুন: ঋণ অবলোপন নীতিমালায় শিথিলতা

আমেরিকার ক্লিভল্যান্ড ক্লিনিক সম্প্রতি এ বিষয়ে একটি গবেষণাপত্র প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে অল্প আঘাতে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। তবে খুব তীব্র কোনো আঘাত লাগলে স্নায়ু ক্ষতিগ্রস্ত হতে পারে। তখন চিকিৎসকের দ্বারস্থ হতে হবে।

ঢাকা/এসএম