১২:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪
অর্থবছর: ২০২৪-২৫

কমছে একক মালিকানাধীন কোম্পানির করহার

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:৩৮:৩২ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪
  • / ১০৯০০ বার দেখা হয়েছে

আগামী ২০২৪-২৫ অর্থবছরে এক ব্যক্তির মালিকানাধীন কোম্পানির আয়করের হার কমানো হচ্ছে। দেশের অর্থনীতিকে অধিকতর আনুষ্ঠানিক করতে এবং এক ব্যক্তির কোম্পানি প্রতিষ্ঠা উৎসাহিত করতে আগামী দুই করবর্ষের জন্য করহার সাড়ে ২২ শতাংশ থেকে শর্তসাপেক্ষে ২০ শতাংশ করা হচ্ছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সাধারণত কোম্পানির করহার কমানো হলে তার সঙ্গে শর্ত জুড়ে দেওয়া হয়। এবারও শর্ত থাকছে। শর্ত হলো- সকল প্রকার আয় ও প্রাপ্তি এবং প্রত্যেক একক লেনদেন ৫ লাখ টাকার বেশি হলে এবং বার্ষিক মোট ব্যয় ও বিনিয়োগ ৩৬ লাখ টাকার বেশি হলে তা ব্যাংকের মাধ্যমে করতে হবে। এক ব্যক্তির কোম্পানিসহ সব ধরণের কোম্পানিকে হ্রাসকৃত করের সুবিধা পেতে হলে ওই শর্ত মানতে হবে।

জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ বুধবার। এটি চলতি দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় এবং প্রথম বাজেট অধিবেশন। আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

আরও পড়ুন: উন্নয়ন ব্যয়ে অর্থায়ন কমিয়ে অনুন্নয়নে গুরুত্ব

আজ বিকেল ৫টায় সংসদ অধিবেশন শুরু হবে। বৈঠকের আগে জাতীয় সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদসহ অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সাধারণত বাজেট অধিবেশন দীর্ঘ হয়। আগামী ৩০ জুন বাজেট পাস হওয়ার কথা রয়েছে।

সংসদীয় কার্যক্রমের রেওয়াজ অনুযায়ী চলতি সংসদের কোনো সদস্যের মৃত্যুতে অধিবেশনের প্রথম দিনের বৈঠকে শোক প্রস্তাব গ্রহণ করার পরপরই মুলতবি করা হয়। ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার সম্প্রতি কলকাতায় গিয়ে খুন হন। তবে তার মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না হওয়ায় আজকের বৈঠকে তার জন্য শোক প্রস্তাব নেওয়া হচ্ছে না বলে জানা গেছে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

x

অর্থবছর: ২০২৪-২৫

কমছে একক মালিকানাধীন কোম্পানির করহার

আপডেট: ০৩:৩৮:৩২ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪

আগামী ২০২৪-২৫ অর্থবছরে এক ব্যক্তির মালিকানাধীন কোম্পানির আয়করের হার কমানো হচ্ছে। দেশের অর্থনীতিকে অধিকতর আনুষ্ঠানিক করতে এবং এক ব্যক্তির কোম্পানি প্রতিষ্ঠা উৎসাহিত করতে আগামী দুই করবর্ষের জন্য করহার সাড়ে ২২ শতাংশ থেকে শর্তসাপেক্ষে ২০ শতাংশ করা হচ্ছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সাধারণত কোম্পানির করহার কমানো হলে তার সঙ্গে শর্ত জুড়ে দেওয়া হয়। এবারও শর্ত থাকছে। শর্ত হলো- সকল প্রকার আয় ও প্রাপ্তি এবং প্রত্যেক একক লেনদেন ৫ লাখ টাকার বেশি হলে এবং বার্ষিক মোট ব্যয় ও বিনিয়োগ ৩৬ লাখ টাকার বেশি হলে তা ব্যাংকের মাধ্যমে করতে হবে। এক ব্যক্তির কোম্পানিসহ সব ধরণের কোম্পানিকে হ্রাসকৃত করের সুবিধা পেতে হলে ওই শর্ত মানতে হবে।

জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ বুধবার। এটি চলতি দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় এবং প্রথম বাজেট অধিবেশন। আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

আরও পড়ুন: উন্নয়ন ব্যয়ে অর্থায়ন কমিয়ে অনুন্নয়নে গুরুত্ব

আজ বিকেল ৫টায় সংসদ অধিবেশন শুরু হবে। বৈঠকের আগে জাতীয় সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদসহ অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সাধারণত বাজেট অধিবেশন দীর্ঘ হয়। আগামী ৩০ জুন বাজেট পাস হওয়ার কথা রয়েছে।

সংসদীয় কার্যক্রমের রেওয়াজ অনুযায়ী চলতি সংসদের কোনো সদস্যের মৃত্যুতে অধিবেশনের প্রথম দিনের বৈঠকে শোক প্রস্তাব গ্রহণ করার পরপরই মুলতবি করা হয়। ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার সম্প্রতি কলকাতায় গিয়ে খুন হন। তবে তার মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না হওয়ায় আজকের বৈঠকে তার জন্য শোক প্রস্তাব নেওয়া হচ্ছে না বলে জানা গেছে।

ঢাকা/এসএইচ