০৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪

কর্তৃত্বের দিনে তামিমের ইনজুরি নিয়ে শঙ্কা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:২৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২
  • / ৪১৪৯ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: উপমহাদেশে টেস্টের তৃতীয় দিন ব্যাটিং করা সহজ নয়। চট্টগ্রামের গরম কাজটা আরও কঠিন করে তুলেছে। ওই টার্ন আর  গরম দুরে রেখে ব্যাট হাতে কর্তৃত্ব করেছে বাংলাদেশ। পুরো দিনে উইকেট হারিয়েছে তিনটি। প্রথম ইনিংসে ৩১৮ রান তুলে লঙ্কানদের থেকে পিছিয়ে আছে ৭৯  রানে। তবে টাইগারদের দুশ্চিন্তার কারণ ১৩৩ রানে রিটায়ার্ড হার্ট হওয়া ওপেনার তামিম ইকবাল।

পানি শূন্যতায় হাতে ক্রাম্প করেছে টাইগার ওপেনারের। প্রায় ৩৮ মাস পর টেস্টে তিন অঙ্কের দেখা পেয়েছেন তিনি। করলেন দশম সেঞ্চুরি। কিন্তু পাঁচ হাজার থেকে ১৮ রান দূরে থাকা বাঁ-হাতি ব্যাটারের প্রথম ইনিংসে পুনরায় মাঠে নামা নিশ্চিত নয়। তবে তার ইনজুরির ধাক্কা দারুণভাবে সামলেছেন মুশফিকুর রহিম (৫৩*) এবং লিটন দাস (৫৪*)। দু’জন ৯৮ রানের জুটি দিয়েছেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এর আগে চট্টগ্রাম টেস্টে দ্বিতীয় দিন শেষে কোন উইকেট না হারিয়ে ৭৬ রান তুলেছিল বাংলাদেশ। তৃতীয় দিন একই ছন্দে শুরু করেন সিনিয়র ওপেনার তামিম ও তার তরুণ সঙ্গী জয়। সাবলীল খেলে শেষ করেন প্রথম সেশন। দিনের দ্বিতীয় সেশনে ৫৮ করে ফিরে যান জয়। দেশের মাটিতে প্রথম ফিফটির স্বাদ পান। পাঁচ বছর পর ওপেনিংয়ে শতকের পর তাদের জুটি ভাঙে ১৬২ রানে। 

এরপরই হুড়মুড়িয়ে আরও দুই উইকেট হারায় বাংলাদেশ। ব্যর্থ হন তিনে নামা নাজমুল শান্ত (১)। অফের বাইরের বল লাইনে না গিয়ে ডিফেন্স করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। পরেই ফিরে যান অফ ফর্মে থাকা অধিনায়ক মুমিনুল হক। বাড়ির উঠানে তামিম-নাঈম ফর্ম দেখালেও তিনি ফেরেন ২ রান করে। বিশ্ব ফার্নান্দোর কনকাশন বদলি নামা কাসুন রাজিথা তুলে নেন ওই দুই উইকেট। 

ওই ধাক্কা সামলে নিচ্ছেলেন তামিম ও মুশি। কিন্তু তাদের জুটি ৩৬ রানে যেতেই রিটায়ার্ড হার্ট হয়ে উঠে যান তামিম। হাতের ক্রাম্প নিয়ে প্রথম সেশন থেকে খেলে গেলেও তৃতীয় সেশনের শুরুতে আর পারেননি এই ব্যাটার। দলের মিডিয়া ম্যানেজার জানিয়েছেন, উইকেট পড়ার পর যদি সুস্থ বোধ করে তবেই প্রথম ইনিংসে ব্যাট করবেন দেশ সেরা ওপেনার। 

এর আগে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ৩৯৭ রান তোলে। দলের পক্ষে সর্বোচ্চ ১৯৯ রানের ইনিংস খেলেন অ্যাঞ্জেল ম্যাথুস। শেষ ব্যাটার হিসেবে আউট হয়ে ডাবল বঞ্চিত হন তিনি। এছাড়া দিনেশ চান্দিমাল ৬৬ এবং কুশল মেন্ডিস ৫৪ রান যোগ করেন। বাংলাদেশের হয়ে প্রথম ইনিংস থেকে ছয়টি উইকেট তুলে নেন নাঈম হাসান। তিন উইকেট নেন ফিটনেস শঙ্কা নিয়ে মাঠে নামা সাকিব আল হাসান।

ঢাকা/এসএ

শেয়ার করুন

x

কর্তৃত্বের দিনে তামিমের ইনজুরি নিয়ে শঙ্কা

আপডেট: ০৬:২৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২

বিজনেস জার্নাল প্রতিবেদক: উপমহাদেশে টেস্টের তৃতীয় দিন ব্যাটিং করা সহজ নয়। চট্টগ্রামের গরম কাজটা আরও কঠিন করে তুলেছে। ওই টার্ন আর  গরম দুরে রেখে ব্যাট হাতে কর্তৃত্ব করেছে বাংলাদেশ। পুরো দিনে উইকেট হারিয়েছে তিনটি। প্রথম ইনিংসে ৩১৮ রান তুলে লঙ্কানদের থেকে পিছিয়ে আছে ৭৯  রানে। তবে টাইগারদের দুশ্চিন্তার কারণ ১৩৩ রানে রিটায়ার্ড হার্ট হওয়া ওপেনার তামিম ইকবাল।

পানি শূন্যতায় হাতে ক্রাম্প করেছে টাইগার ওপেনারের। প্রায় ৩৮ মাস পর টেস্টে তিন অঙ্কের দেখা পেয়েছেন তিনি। করলেন দশম সেঞ্চুরি। কিন্তু পাঁচ হাজার থেকে ১৮ রান দূরে থাকা বাঁ-হাতি ব্যাটারের প্রথম ইনিংসে পুনরায় মাঠে নামা নিশ্চিত নয়। তবে তার ইনজুরির ধাক্কা দারুণভাবে সামলেছেন মুশফিকুর রহিম (৫৩*) এবং লিটন দাস (৫৪*)। দু’জন ৯৮ রানের জুটি দিয়েছেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এর আগে চট্টগ্রাম টেস্টে দ্বিতীয় দিন শেষে কোন উইকেট না হারিয়ে ৭৬ রান তুলেছিল বাংলাদেশ। তৃতীয় দিন একই ছন্দে শুরু করেন সিনিয়র ওপেনার তামিম ও তার তরুণ সঙ্গী জয়। সাবলীল খেলে শেষ করেন প্রথম সেশন। দিনের দ্বিতীয় সেশনে ৫৮ করে ফিরে যান জয়। দেশের মাটিতে প্রথম ফিফটির স্বাদ পান। পাঁচ বছর পর ওপেনিংয়ে শতকের পর তাদের জুটি ভাঙে ১৬২ রানে। 

এরপরই হুড়মুড়িয়ে আরও দুই উইকেট হারায় বাংলাদেশ। ব্যর্থ হন তিনে নামা নাজমুল শান্ত (১)। অফের বাইরের বল লাইনে না গিয়ে ডিফেন্স করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। পরেই ফিরে যান অফ ফর্মে থাকা অধিনায়ক মুমিনুল হক। বাড়ির উঠানে তামিম-নাঈম ফর্ম দেখালেও তিনি ফেরেন ২ রান করে। বিশ্ব ফার্নান্দোর কনকাশন বদলি নামা কাসুন রাজিথা তুলে নেন ওই দুই উইকেট। 

ওই ধাক্কা সামলে নিচ্ছেলেন তামিম ও মুশি। কিন্তু তাদের জুটি ৩৬ রানে যেতেই রিটায়ার্ড হার্ট হয়ে উঠে যান তামিম। হাতের ক্রাম্প নিয়ে প্রথম সেশন থেকে খেলে গেলেও তৃতীয় সেশনের শুরুতে আর পারেননি এই ব্যাটার। দলের মিডিয়া ম্যানেজার জানিয়েছেন, উইকেট পড়ার পর যদি সুস্থ বোধ করে তবেই প্রথম ইনিংসে ব্যাট করবেন দেশ সেরা ওপেনার। 

এর আগে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ৩৯৭ রান তোলে। দলের পক্ষে সর্বোচ্চ ১৯৯ রানের ইনিংস খেলেন অ্যাঞ্জেল ম্যাথুস। শেষ ব্যাটার হিসেবে আউট হয়ে ডাবল বঞ্চিত হন তিনি। এছাড়া দিনেশ চান্দিমাল ৬৬ এবং কুশল মেন্ডিস ৫৪ রান যোগ করেন। বাংলাদেশের হয়ে প্রথম ইনিংস থেকে ছয়টি উইকেট তুলে নেন নাঈম হাসান। তিন উইকেট নেন ফিটনেস শঙ্কা নিয়ে মাঠে নামা সাকিব আল হাসান।

ঢাকা/এসএ