কালীগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে পুকুরে

- আপডেট: ০৬:০০:১৮ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
- / ১০৩৪১ বার দেখা হয়েছে
ঝিনাইদহের কালীগঞ্জে একটি যাত্রীবাহী বাস উল্টে পুকুরে পড়ে গেছে। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। আজ বুধবার (১৩ আগস্ট) দুপুর ১টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের কেয়াবাগান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
স্থানীয় বাসিন্দারা জানান, দুপুর ১টার দিকে কালীগঞ্জ থেকে ছেড়ে আসা যশোরগামী গড়াই পরিবহনের একটি বাস অন্য আরেক বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এ সময় স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ১০ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
আরও পড়ুন: পাবনার সব রুটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, যশোরগামী একটি বাস আরেকটি বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে উল্টে পড়ে। এ ঘটনায় কেউ নিহত হননি। তবে ১০ জনের মতো আহত হয়েছেন।
ঢাকা/এসএইচ