কাল থেকে চেক ক্লিয়ারিংয়ে নতুন সময়সূচি

- আপডেট: ০৩:২১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১
- / ১০৪১৮ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় করোনা প্রতিরোধে চলমান কঠোর বিধিনিষেধ ১১ আগস্ট (বুধবার) থেকে শিথিল করা হয়েছে। ওইদিন থেকে স্বাভাবিক নিয়মে ব্যাংকিং কার্যক্রম চলবে। এ সময় নিরবচ্ছিন্ন ব্যাংকিং সেবা অব্যাহত রাখতে আন্তঃব্যাংক চেক নিষ্পত্তির নতুন সময়সূচি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক।
মঙ্গলবার (১০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, বুধবার বাংলাদেশ ব্যাংকে স্থাপিত রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট বা আরটিজিএস, স্বয়ংক্রিয় চেক নিকাশ ঘর (বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউজ-বিএসিএইচ বা ব্যাচ) এবং বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস্ ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন)- এই তিন প্ল্যাটফর্মের কার্যক্রম চালু থাকবে। এসব সেবার মাধ্যমে এক শাখা থেকে অন্য শাখায় বা অন্য ব্যাংকের গ্রাহককে অর্থ পরিশোধ ও স্বয়ংক্রিয় চেক নিষ্পত্তি করে থাকে।
এছাড়া বিএসিএইচ-এর মাধ্যমে হাই ভ্যালু চেক (৫ লাখ টাকার বেশি) এবং রেগুলার ভ্যালু চেকের (৫ লাখ টাকার কম) নিকাশ ব্যবস্থা নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, পাঁচ লাখ টাকার বেশি অংকের চেক ক্লিয়ারিংয়ের জন্য দুপুর ১২টার মধ্যে পাঠাতে হবে। এসব চেক বিকেল ৩টার মধ্যে নিষ্পত্তি হবে। আর যেকোনো রেগুলার চেক দুপুর সাড়ে ১২টার মধ্যে ক্লিয়ারিং হাউজে পাঠাতে হবে। এসব চেক বিকেল ৫টার মধ্যে নিষ্পত্তি হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সরকার ঘোষিত বিধিনিষেধের দিনগুলোতে এই সময়ে চেক ক্লিয়ারিং করবে বিএসিএইচ।
আরটিজিএস-এর লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। তবে কাস্টমস শুল্ক-করাদি, ফি, চার্জ প্রভৃতি পরিশোধ ও আন্তঃব্যাংক লেনদেন আরটিজিএস-এর মাধ্যমে বিকেল ৫টা পর্যন্ত পরিশোধ করা যাবে।
বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস্ ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সেবা আগের নিয়মে চলবে বলে নির্দেশনায় বলা হয়েছে।
ঢাকা/এনইউ
আরও পড়ুন:
- গ্রামে ৫জি সম্প্রসারণসহ একনেকে ১০ প্রকল্প অনুমোদন
- পুঁজিবাজারে টানা ৬ কর্মদিবস উত্থানের পর দরপতন
- ফের ২ দিনের রিমান্ডে পরীমনি
- পরীমনিসহ পাঁচজনকে আবার রিমান্ডে চায় পুলিশ
- আগামীকাল স্পট মার্কেটে যাচ্ছে বার্জার পেইন্টস
- শেয়ার দর বৃদ্ধির কারণ জানে না জেমিনি সি ফুড
- ডেঙ্গুতে প্রাণ হারালেন ঢাকা ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট
- শেয়ার নিয়ে কারসাজি খতিয়ে দেখতে বিএসইসির তদন্ত কমিটি
- দেশে টিকার আওতায় এসেছে ১ কোটি ৯২ লাখ মানুষ
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজে ব্যাটে-বলে সেরাদের তালিকায় কারা?
- কারখানা-প্রধান কার্যালয় বন্ধ, তবুও শেয়ার দরে ভিন্ন চিত্র!
- ঢাকার পথে সিনোফার্মের আরও ১৭ লাখ টিকা
- রামেক হাসপাতালে একদিনে আরও ২১ জনের প্রাণহানি
- প্রথম ঘণ্টায় ৮২৫ কোটি টাকা লেনেদেন