০৭:২৫ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

কৃত্রিম বুদ্ধিমত্তা বিপজ্জনক: বাইডেন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:২৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩
  • / ১০৪৭৫ বার দেখা হয়েছে

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ‘বিপজ্জনক’ হতে পারে। তবে প্রযুক্তিটি কিভাবে সমাজকে প্রভাবিত করতে পারে, সেটা দেখা বাকি আছে। স্থানীয় সময় মঙ্গলবার বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টাদের সঙ্গে এক বৈঠকে বক্তব্য রাখেন বাইডেন। তিনি বলেন, প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব বাজারে ছাড়ার আগে তাদের পণ্যগুলো যাচাই করে দেখা, পণ্যগুলো নিরাপদ কি না।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিপজ্জনক কি না? এই প্রশ্নের জবাবে বাইডেন বলেন, ‘এটা দেখা এখনো বাকি, তবে এটি হতে পারে।’ বাইডেন বলেন, রোগ এবং জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়তা করতে পারে এআই। তবে প্রযুক্তির বিকাশের ক্ষেত্রে ‘আমাদের সমাজ, আমাদের অর্থনীতি, আমাদের জাতীয় সুরক্ষার জন্য সম্ভাব্য ঝুঁকি’ মোকাবেলা করতে হবে। তরুণদের মানসিক স্বাস্থ্যের ওপর সামাজিক যোগাযোগ মাধ্যম যে প্রভাব ফেলেছে, তা থেকেই আমরা ধারণা নিতে পারি যে সুরক্ষা ব্যবস্থা না থাকলে নতুন প্রযুক্তি কী ক্ষতি করতে পারে।

আরও পড়ুুন: ফৌজদারী অভিযোগ রাষ্ট্রের অপমান: ট্রাম্প

গত মাসে প্রকাশিত একটি খোলা চিঠিতে টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক এবং অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াকসহ বেশ কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধান ‘সমাজ এবং মানবতার জন্য গভীর ঝুঁকির’ কারণে কৃত্রিম বুদ্ধিমত্তা বের না করার আহ্বান জানিয়েছেন। চ্যাটজিপিটির পর জিপিটি-৪ বের হলে তারা এই মন্তব্য করেন।

জিপিটি-৪-এর ক্যালিফোর্নিয়াভিত্তিক নির্মাতা ওপেন এআই বলেছে, নতুন প্ল্যাটফরমটি কিছু ক্ষেত্রে ‘মানুষের মতো পারফরম্যান্স’ দেখাতে সক্ষম। সূত্র: আলজাজিরা

ঢাকা/এসএ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

কৃত্রিম বুদ্ধিমত্তা বিপজ্জনক: বাইডেন

আপডেট: ০১:২৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ‘বিপজ্জনক’ হতে পারে। তবে প্রযুক্তিটি কিভাবে সমাজকে প্রভাবিত করতে পারে, সেটা দেখা বাকি আছে। স্থানীয় সময় মঙ্গলবার বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টাদের সঙ্গে এক বৈঠকে বক্তব্য রাখেন বাইডেন। তিনি বলেন, প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব বাজারে ছাড়ার আগে তাদের পণ্যগুলো যাচাই করে দেখা, পণ্যগুলো নিরাপদ কি না।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিপজ্জনক কি না? এই প্রশ্নের জবাবে বাইডেন বলেন, ‘এটা দেখা এখনো বাকি, তবে এটি হতে পারে।’ বাইডেন বলেন, রোগ এবং জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়তা করতে পারে এআই। তবে প্রযুক্তির বিকাশের ক্ষেত্রে ‘আমাদের সমাজ, আমাদের অর্থনীতি, আমাদের জাতীয় সুরক্ষার জন্য সম্ভাব্য ঝুঁকি’ মোকাবেলা করতে হবে। তরুণদের মানসিক স্বাস্থ্যের ওপর সামাজিক যোগাযোগ মাধ্যম যে প্রভাব ফেলেছে, তা থেকেই আমরা ধারণা নিতে পারি যে সুরক্ষা ব্যবস্থা না থাকলে নতুন প্রযুক্তি কী ক্ষতি করতে পারে।

আরও পড়ুুন: ফৌজদারী অভিযোগ রাষ্ট্রের অপমান: ট্রাম্প

গত মাসে প্রকাশিত একটি খোলা চিঠিতে টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক এবং অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াকসহ বেশ কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধান ‘সমাজ এবং মানবতার জন্য গভীর ঝুঁকির’ কারণে কৃত্রিম বুদ্ধিমত্তা বের না করার আহ্বান জানিয়েছেন। চ্যাটজিপিটির পর জিপিটি-৪ বের হলে তারা এই মন্তব্য করেন।

জিপিটি-৪-এর ক্যালিফোর্নিয়াভিত্তিক নির্মাতা ওপেন এআই বলেছে, নতুন প্ল্যাটফরমটি কিছু ক্ষেত্রে ‘মানুষের মতো পারফরম্যান্স’ দেখাতে সক্ষম। সূত্র: আলজাজিরা

ঢাকা/এসএ