কৃষি ঋণ বিতরণ বেড়েছে ১ হাজার ৬২৯ কোটি টাকা

- আপডেট: ০৮:২৩:০৯ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩
- / ১০৩৯০ বার দেখা হয়েছে
কোভিড মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্ব অর্থনীতিতে যে মন্দাভাব সৃষ্ঠি হয়েছে তার প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতেও। এমন পরিস্থিতি থেকে উত্তরণ এবং দেশের খাদ্যে স্বংসম্পূর্ণতা নিশ্চিতের লক্ষ্যে বিশেষ মনোযোগ দেওয়া হয় কৃষিক্ষেত্রে। এরই পরিপ্রেক্ষিতে সহজ শর্তে চালু হওয়া কৃষি ঋণ বিতরণের পরিমাণ দিন দিন বাড়ছে। কেননা চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) কৃষি ঋণ বিতরণ হয়েছে ১৮ হাজার ৬৮৪ কোটি ৩২ লাখ কোটি টাকা। গত বছরের একই সময়ে বিতরণ হয়েছিলো ১৭ হাজার ৫৫ কোটি টাকা। অর্থাৎ বছরের ব্যবধানে কৃষি ঋণ বিতরণ বেড়েছে ১ হাজার ৬২৯ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
তথ্য অনুযায়ী, চলতি অর্থ বছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) কৃষি ও পল্লীঋণ বিতরণ হয়েছে ১৮ হাজার ৬৮৪ কোটি ৩২ লাখ কোটি টাকা। যা মোট লক্ষ্যমাত্রার ৬০ দশমিক ৪৫ শতাংশ। আর এই ঋণের পরিমাণ আগের বছরের একই সময়ে বিতরণ করা ঋণের চেয়ে ১ হাজার ৬২৯ কোটি টাকা বেশি। এছাড়া ডিসেম্বর মাসের চেয়ে যার পরিমাণ ২ হাজার ১৬ কোটি টাকা বেশি।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বাংলাদেশ ব্যাংক বলছে, গত ২০২১-২২ অর্থবছরে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিলো ২৮ হাজার ৩৯১ কোটি টাকা। তখন ব্যাংকগুলো লক্ষ্যমাত্রার চেয়েও বেশি বিতরণ করেছিলো। যা লক্ষ্যমাত্রার প্রায় ১০২ শতাংশ। ২০২২-২৩ অর্থবছরে কৃষি ঋণের লক্ষ্যমাত্রা ৩০ হাজার ৯১১ কোটি টাকা ধরা হয়েছে। যার মধ্যে অর্থবছরের প্রথম সাত মাসেই লক্ষ্যমাত্রার ৬০ দশমিক ৪৫ শতাংশ ঋণ বিতরণ করেছে ব্যাংকগুলো।
চলতি অর্থবছরের কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রার মধ্যে রাষ্ট্রায়ত্ত আট ব্যাংকের কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা রয়েছে ১১ হাজার ৭৫৮ কেটি টাকা। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর লক্ষ্যমাত্রা ১৮ হাজার ৩৮২ কোটি টাকা। আট বিদেশি বাণিজ্যিক ব্যাংকের কৃষি ঋণ বিতরণে লক্ষ্যমাত্রা রয়েছে ৭৭১ কোটি টাকা।
আরও পড়ুন: ২৪ দিনে রেমিট্যান্স এসেছে ১৪ হাজার কোটি টাকা
তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের সাত (জুলাই-জানুয়ারি) মাসে আট রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক বিতরণ করেছে ৭ হাজার ৪৭৮ কোটি টাকা। দেশি-বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলো বিতরণ করেছে ১১ হাজার ২০৫ কোটি টাকা।
বৈশ্বিক খাদ্য অর্থনৈতিক সংকট ও খাদ্যের পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে। আগামীতে খাদ্য সংকট আরও প্রকট হওয়ার সম্ভাবনা রয়েছে। এই প্রেক্ষাপটে খাদ্য উৎপাদন বৃদ্ধির নির্দেশনা রয়েছে। এ জন্য কৃষি ঋণ বিতরণ বাড়ানোর নির্দেশনা আছে বাংলাদেশ ব্যাংকের।
ঢাকা/এসএ