০৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

কোটা আন্দোলনে পঞ্চম দিনের মতো জড়ো হচ্ছেন জবি শিক্ষার্থীরা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:১৭:১১ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪
  • / ১০৩৬৪ বার দেখা হয়েছে

২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে পঞ্চম দিনের মতো কোটা সংস্কার আন্দোলনে জড়ো হচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। আজ শনিবার (৬ জুন) দুপুর দুইটা থেকে ক্যাম্পাসে শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শিক্ষার্থী আব্দুল মমিন বলেন, পুরো দেশে চলমান শিক্ষার্থীদের কোটা আন্দোলনের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাও আন্দোলন করে যাচ্ছে। আজ থেকে আবার নতুন কর্মসূচি দেওয়া হয়েছে শিক্ষার্থীদের পক্ষ থেকে। সেই কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ব্যাচগুলোর পক্ষ থেকে ক্লাস ও পরীক্ষা বর্জনের ডাক শুরু হয়ে গেছে। শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাসে না ফেরার ঘোষণা দিয়েছে তারা।

চার দফা দাবিতে এ আন্দোলন করছে শিক্ষার্থীরা। তাদের দাবিগুলো হলো-

১. ২০১৮ সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখতে হবে।

আরও পড়ুন: পিজিআরকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের নির্দেশ রাষ্ট্রপতির

২. ‘১৮-এর পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরিতে (সব গ্রেডে) অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দিতে হবে এবং কোটাকে ন্যূনতম পর্যায়ে নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে সংবিধান অনুযায়ী কেবল অনগ্রসর জনগোষ্ঠীর কথা বিবেচনা করা যেতে পারে।

৩. সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না এবং কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দিতে হবে।

৪. দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

কোটা আন্দোলনে পঞ্চম দিনের মতো জড়ো হচ্ছেন জবি শিক্ষার্থীরা

আপডেট: ০৩:১৭:১১ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪

২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে পঞ্চম দিনের মতো কোটা সংস্কার আন্দোলনে জড়ো হচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। আজ শনিবার (৬ জুন) দুপুর দুইটা থেকে ক্যাম্পাসে শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শিক্ষার্থী আব্দুল মমিন বলেন, পুরো দেশে চলমান শিক্ষার্থীদের কোটা আন্দোলনের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাও আন্দোলন করে যাচ্ছে। আজ থেকে আবার নতুন কর্মসূচি দেওয়া হয়েছে শিক্ষার্থীদের পক্ষ থেকে। সেই কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ব্যাচগুলোর পক্ষ থেকে ক্লাস ও পরীক্ষা বর্জনের ডাক শুরু হয়ে গেছে। শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাসে না ফেরার ঘোষণা দিয়েছে তারা।

চার দফা দাবিতে এ আন্দোলন করছে শিক্ষার্থীরা। তাদের দাবিগুলো হলো-

১. ২০১৮ সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখতে হবে।

আরও পড়ুন: পিজিআরকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের নির্দেশ রাষ্ট্রপতির

২. ‘১৮-এর পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরিতে (সব গ্রেডে) অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দিতে হবে এবং কোটাকে ন্যূনতম পর্যায়ে নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে সংবিধান অনুযায়ী কেবল অনগ্রসর জনগোষ্ঠীর কথা বিবেচনা করা যেতে পারে।

৩. সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না এবং কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দিতে হবে।

৪. দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

ঢাকা/এসএইচ