কোম্পানি রিটার্ন দাখিলের সময় বাড়লো

- আপডেট: ০৭:২৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪
- / ১০৩৪৪ বার দেখা হয়েছে
বিভিন্ন করদাতা কোম্পানির অনুরোধে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কোম্পানি শ্রেণির আয়কর বিবরণী বা রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়েছে। কোম্পানি রিটার্ন দাখিলের সময়সীমা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।
আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) এনবিআরের দ্বিতীয় সচিব (কর আইন-১) বাপন চন্দ্র দাসের সই করা এক আদেশে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আদেশে বলা হয়, ২০২২-২৩ কর বছরের আয়কর রিটার্ন দাখিলের জন্য যেসব কোম্পানি করদাতা সময় বৃদ্ধির আবেদন করেছেন তাদের জন্য জাতীয় রাজস্ব বোর্ড আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ৩০ জুন পর্যন্ত বাড়ালো। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।
এর আগে গত ২০ ফেব্রুয়ারি কোম্পানি রিটার্ন দাখিলের সময়সীমা দুই মাস বাড়িয়ে ৩০ এপ্রিল পর্যন্ত করতে এনবিআরকে অনুরোধ করে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।
আরও পড়ুন: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে পদ্মা ব্যাংকের চুক্তি স্বাক্ষর
এনবিআরকে পাঠানো এক চিঠিতে আসন্ন রমজান উপলক্ষে ব্যবসায়ীরা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের আমদানি-রপ্তানি নিয়ে ব্যস্ত থাকায় অডিট কার্যক্রমের জন্য প্রয়োজনীয় কাগজ ও দলিলপত্রাদি প্রস্তুত করতে বিলম্ব হচ্ছে জানিয়ে এ অনুরোধ করা হয়।
ঢাকা/এসএম