কোহিনূর কেমিক্যালের ৪০ শতাংশ ডিভিডেন্ড অনুমোদন

- আপডেট: ০৮:৪৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২
- / ১০৬৬৯ বার দেখা হয়েছে
পুঁজিবারের তালিকাভুক্ত কোম্পানি কোহিনূর কেমিক্যালের ৩৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডারগণের সম্মতি ক্রমে কোম্পানিটির ঘোষিত ৪০ শতাংশ ডিভিডেন্ড দেওয়ার প্রস্তাব অনুমোদন করেন। এর মধ্যে ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড। বাকী ২০ শতাংশ বোনাস।
আজ বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হয়েছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল করিম। এতে আরও উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল করিম, পরিচালক মো. এবাদুল করিম, স্বতন্ত্র পরিচালক লে. কর্নেল কামাল আহমেদ, পিএসসি (অবসরপ্রাপ্ত), প্রফেসর ড. আনোয়ার হোসেন, কোম্পানি সচিব মোহা. শামীম কবীর, এফসিএমএ এবং সিএফও আবু বক্কর সিদ্দিক, এফসিএমএ।
আরও পড়ুন: নাভানা ফার্মার ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন
সভায় ২০২১-২০২২ অর্থবছরের নিরীক্ষিত হিসাব বিবরণী ও কোম্পানির সার্বিক কার্যক্রমের ওপর আলোচনা করা হয় এবং আলোচ্যসূচি শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিতে অনুমোদিত হয়। সভায় ২০২১-২০২২ অর্থবছরের জন্য ২০ শতাংশ হারে ক্যাশ ডিভিডেন্ড এবং ২০ শতাংশ হারে স্টক শেয়ার দেওয়ার প্রস্তাব অনুমোদিত হয়।
ঢাকা/টিএ