কোহিনূর কেমিক্যালের ৫০ শতাংশ ডিভিডেন্ড অনুমোদন

- আপডেট: ০৭:০৯:২০ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩
- / ১০৫৪৩ বার দেখা হয়েছে
কোহিনূর কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের ৩৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১০ ডিসেম্বর) বিকালে ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এ সভায় ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত আর্থিক বছরের জন্য ৫০ শতাংশ ডিভিডেন্ড অনুমোদন দেয়া হয়েছে। এরমধ্যে ৪০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড এবং ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড।
এসময় সভায় উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল করিম।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এছাড়াও মোঃ রেজাউল করিম-ব্যবস্থাপনা পরিচালক, মোঃ এবাদুল করিম-পরিচালক, অধ্যাপক ডাঃ আনোয়ার হোসেন-স্বতন্ত্র পরিচালক এবং কাজী মামুন উল আশরাফ-স্বতন্ত্র পরিচালক, মো. শামীম কবির, এফসিএমএ – কোম্পানি সচিব এবং জনাব আবু বকর সিদ্দিক, এফসিএমএ – কোম্পানির সিএফও বৈঠকে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: পুঁজিবাজার নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে: আহসান এইচ মনসুর
বৈঠকে ২০২২-২৩ আর্থিক বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী উপস্থাপন করা হয়। এজিএমে শেয়ারহোল্ডাররা সর্বসম্মতিক্রমে কোম্পানির নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদন করা হয়।
ঢাকা/এসএ