০৫:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

ক্রিকেটারদের অতিরিক্ত চাপ দিতে চান না বিসিবি সভাপতি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:৫২:৩৩ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • / ১০৩৪৬ বার দেখা হয়েছে

চলতি বছরে বাংলাদেশ দলের পারফরম্যান্স গ্রাফটা একেবারে নিন্মমুখী। একের পর এক সিরিজ হার, ক্রিকেট বোর্ডেও (বিসিবি) হয়েছে রদবদল। নতুন করে বিসিবি সভাপতির দায়িত্ব নিয়েছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। দায়িত্ব গ্রহণের দিন দুয়েক পর আজ (রোববার) ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন বুলবুল। পরে জানালেন ক্রিকেটারদের বাড়তি চাপ না দেওয়ার কথা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বুলবুল বলেন, ‘ক্রিকেটারদের সঙ্গে এখনও কথা হয়নি। আমাদের ভাইস প্রেসিডেন্ট নাজমুল আবেদীন ফাহিম (পাকিস্তানে) আছেন সেখানে, তার সঙ্গে কথা হয়েছে। আমরা চেষ্টা করছি তাদের (ক্রিকেটারদের) অতিরিক্ত কোনো চাপ না দেওয়ার। আমার কাজ ক্রিকেটারদের সঙ্গে কথা বলা না, আমার কাজ পরিচালকদের সঙ্গে কথা বলা। যখন প্রয়োজন হবে অবশ্যই বলব। টুর্নামেন্ট যখন শুরু হয়, তখন তাদের পরিকল্পনার মাঝপথে কথা না বলাই ভালো।’

বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়ে বুলবুল বলেন, ‘ক্রিকেটে গ্রাফ তো সবসময় ওঠে-নামেই। এটা শুধু বাংলাদেশ ক্রিকেটেই না, সব জায়গাতেই। আমি বোর্ডে আসছি দু’দিন হলো। আরেকটু দেখে নিই, তারপর বলতে পারব। পারফরম্যান্স অবশ্যই বাউন্স করবে… গ্রাফ উপরের দিকে যাবে… যদি আমরা পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারি। আইসিসির সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো দ্বন্দ্ব নেই। যদি দ্বন্দ্ব থাকে, তারা আমাদের জানাবে… এখন পর্যন্ত আমরা কিছু জানি না।’

আরও পড়ুন: ফারুককে বিসিবি থেকে সরানোর কারণ জানালেন ক্রীড়া উপদেষ্টা

আগামী ১০ জুন বাংলাদেশের ফুটবল দলের ম্যাচ রয়েছে। সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান বাছাইয়ের সেই ম্যাচ নিয়ে চলছে বেশ উন্মাদনা। সেই ম্যাচ নিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘আজ মিটিংয়ের অন্যতম বিষয়ই ছিল কিভাবে আমরা টিকিট পেতে পারি। আমাদের দেশেরই স্পোর্টস ফুটবল… ক্রিকেট খেলা দেখতে আসেন ফুটবলাররা। আমরাও যাব এই খেলা দেখতে। পুরো দেশবাসীর কাছে দোয়া করব আমরা যাতে ভালো খেলতে পারি এবং জিততে পারি।’

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

ক্রিকেটারদের অতিরিক্ত চাপ দিতে চান না বিসিবি সভাপতি

আপডেট: ০৫:৫২:৩৩ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫

চলতি বছরে বাংলাদেশ দলের পারফরম্যান্স গ্রাফটা একেবারে নিন্মমুখী। একের পর এক সিরিজ হার, ক্রিকেট বোর্ডেও (বিসিবি) হয়েছে রদবদল। নতুন করে বিসিবি সভাপতির দায়িত্ব নিয়েছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। দায়িত্ব গ্রহণের দিন দুয়েক পর আজ (রোববার) ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন বুলবুল। পরে জানালেন ক্রিকেটারদের বাড়তি চাপ না দেওয়ার কথা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বুলবুল বলেন, ‘ক্রিকেটারদের সঙ্গে এখনও কথা হয়নি। আমাদের ভাইস প্রেসিডেন্ট নাজমুল আবেদীন ফাহিম (পাকিস্তানে) আছেন সেখানে, তার সঙ্গে কথা হয়েছে। আমরা চেষ্টা করছি তাদের (ক্রিকেটারদের) অতিরিক্ত কোনো চাপ না দেওয়ার। আমার কাজ ক্রিকেটারদের সঙ্গে কথা বলা না, আমার কাজ পরিচালকদের সঙ্গে কথা বলা। যখন প্রয়োজন হবে অবশ্যই বলব। টুর্নামেন্ট যখন শুরু হয়, তখন তাদের পরিকল্পনার মাঝপথে কথা না বলাই ভালো।’

বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়ে বুলবুল বলেন, ‘ক্রিকেটে গ্রাফ তো সবসময় ওঠে-নামেই। এটা শুধু বাংলাদেশ ক্রিকেটেই না, সব জায়গাতেই। আমি বোর্ডে আসছি দু’দিন হলো। আরেকটু দেখে নিই, তারপর বলতে পারব। পারফরম্যান্স অবশ্যই বাউন্স করবে… গ্রাফ উপরের দিকে যাবে… যদি আমরা পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারি। আইসিসির সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো দ্বন্দ্ব নেই। যদি দ্বন্দ্ব থাকে, তারা আমাদের জানাবে… এখন পর্যন্ত আমরা কিছু জানি না।’

আরও পড়ুন: ফারুককে বিসিবি থেকে সরানোর কারণ জানালেন ক্রীড়া উপদেষ্টা

আগামী ১০ জুন বাংলাদেশের ফুটবল দলের ম্যাচ রয়েছে। সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান বাছাইয়ের সেই ম্যাচ নিয়ে চলছে বেশ উন্মাদনা। সেই ম্যাচ নিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘আজ মিটিংয়ের অন্যতম বিষয়ই ছিল কিভাবে আমরা টিকিট পেতে পারি। আমাদের দেশেরই স্পোর্টস ফুটবল… ক্রিকেট খেলা দেখতে আসেন ফুটবলাররা। আমরাও যাব এই খেলা দেখতে। পুরো দেশবাসীর কাছে দোয়া করব আমরা যাতে ভালো খেলতে পারি এবং জিততে পারি।’

ঢাকা/এসএইচ