০৪:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ০১ অক্টোবর ২০২৫

ক্রিকেটের কারণে সবাই আমাকে রাগী ভাবে: পাপন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:৫৯:০৪ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩
  • / ১০৪০৭ বার দেখা হয়েছে

ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার। এই সভায় কোয়াবের নতুন কমিটি গঠিত হয়েছে। সেখানে আমন্ত্রণ পান বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনও। অনুষ্ঠানে এক বক্তব্যে বোর্ড প্রধান বলেছেন ক্রিকেটের কারণে পারিবারিক অনেক অনুষ্ঠানে গেলে আত্মীয় স্বজনরা দূরে দূরে থাকেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

পাপন বলেছেন, ‘আমি আপনাদেরকে একটা কথা জানাই। আমি অনেক কিছুর সঙ্গে জড়িত, আপনারা সবাই সেটা জানেন। ক্রিকেটই আমার সব সময় নিয়ে নিচ্ছে। এত সময় দেওয়াটা কিন্তু খুব কঠিন। আমার (পরিবারের) সবাই এখন অভিযোগ করতে শুরু করেছে, পরিবার থেকে তো একটা ধৈর্যের সীমা আছে। এখন তো আর সেই কথাই বলে না বলতে গেলে।’

তিনি আরও যোগ করে বলেছেন, ‘কোনো একটা প্রোগ্রাম হলে যদি কেউ জানতে চায় পাপন ভাই যাবে তো- আমার স্ত্রী সরাসরি বলে দেয় ‘আমি জানি না। ওকে ছাড়াই চিন্তা করেন।’ এ হলো অবস্থা আমার। ক্রিকেট অনেক বেশি সময় নিয়ে নিচ্ছে। এ সমস্ত জায়গায়ও অনেক সময় দিতে হয়। এরকম একটা সংগঠন চালাতে গেলে সময় না দিলে খুব কঠিন। আমাকে সবাই খুব মিশুক মানুষ বলেই জানতো। ক্রিকেটে আসছি, আর বলে আমি রাগী। আচ্ছা আমি রাগী হলাম কবে। সবাই মনে করে আমি খুব রাগী। সেদিন একটি অনুষ্ঠানে গেলাম সবার খুব অনুরোধ আমি যেন একবার যাই। একটা পারিবারিক অনুষ্ঠান। সবাই দেখি আমার কাছ থেকে দূরে দাঁড়িয়ে থাকে।’

আরও পড়ুন: কাউন্টিতে অভিষেকেই বাংলাদেশি আরাফাতের বাজিমাত

পরে বোর্ড প্রধান জানতে চান সবাই দূরে কেন, তখনই নাকি খোলাসা হয় ভয়ের কারণেই তারা দূরে দূরে, ‘আমি বললাম কী ব্যাপার, আমার আশেপাশে সব চেয়ার খালি; আপনারা এখানে আসেন। পরে যখন অনুষ্ঠান শেষে চলে আসছি, শুনলাম তারা বলছে ‘আমরা ভয় পাচ্ছিলাম, আপনি অনেক রাগী।’ আচ্ছা আমাকে রাগী মনে হবে কেন বলেন তো। আমি তো সবার সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে মিশি।’

ঢাকা/এসএম

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

ক্রিকেটের কারণে সবাই আমাকে রাগী ভাবে: পাপন

আপডেট: ০৫:৫৯:০৪ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩

ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার। এই সভায় কোয়াবের নতুন কমিটি গঠিত হয়েছে। সেখানে আমন্ত্রণ পান বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনও। অনুষ্ঠানে এক বক্তব্যে বোর্ড প্রধান বলেছেন ক্রিকেটের কারণে পারিবারিক অনেক অনুষ্ঠানে গেলে আত্মীয় স্বজনরা দূরে দূরে থাকেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

পাপন বলেছেন, ‘আমি আপনাদেরকে একটা কথা জানাই। আমি অনেক কিছুর সঙ্গে জড়িত, আপনারা সবাই সেটা জানেন। ক্রিকেটই আমার সব সময় নিয়ে নিচ্ছে। এত সময় দেওয়াটা কিন্তু খুব কঠিন। আমার (পরিবারের) সবাই এখন অভিযোগ করতে শুরু করেছে, পরিবার থেকে তো একটা ধৈর্যের সীমা আছে। এখন তো আর সেই কথাই বলে না বলতে গেলে।’

তিনি আরও যোগ করে বলেছেন, ‘কোনো একটা প্রোগ্রাম হলে যদি কেউ জানতে চায় পাপন ভাই যাবে তো- আমার স্ত্রী সরাসরি বলে দেয় ‘আমি জানি না। ওকে ছাড়াই চিন্তা করেন।’ এ হলো অবস্থা আমার। ক্রিকেট অনেক বেশি সময় নিয়ে নিচ্ছে। এ সমস্ত জায়গায়ও অনেক সময় দিতে হয়। এরকম একটা সংগঠন চালাতে গেলে সময় না দিলে খুব কঠিন। আমাকে সবাই খুব মিশুক মানুষ বলেই জানতো। ক্রিকেটে আসছি, আর বলে আমি রাগী। আচ্ছা আমি রাগী হলাম কবে। সবাই মনে করে আমি খুব রাগী। সেদিন একটি অনুষ্ঠানে গেলাম সবার খুব অনুরোধ আমি যেন একবার যাই। একটা পারিবারিক অনুষ্ঠান। সবাই দেখি আমার কাছ থেকে দূরে দাঁড়িয়ে থাকে।’

আরও পড়ুন: কাউন্টিতে অভিষেকেই বাংলাদেশি আরাফাতের বাজিমাত

পরে বোর্ড প্রধান জানতে চান সবাই দূরে কেন, তখনই নাকি খোলাসা হয় ভয়ের কারণেই তারা দূরে দূরে, ‘আমি বললাম কী ব্যাপার, আমার আশেপাশে সব চেয়ার খালি; আপনারা এখানে আসেন। পরে যখন অনুষ্ঠান শেষে চলে আসছি, শুনলাম তারা বলছে ‘আমরা ভয় পাচ্ছিলাম, আপনি অনেক রাগী।’ আচ্ছা আমাকে রাগী মনে হবে কেন বলেন তো। আমি তো সবার সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে মিশি।’

ঢাকা/এসএম