ক্রিকেট মাঠে আবারও মৃত্যু

- আপডেট: ০১:২৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪
- / ১০৪৬৩ বার দেখা হয়েছে
ক্রিকেট মাঠে মৃত্যুর ঘটনা নতুন নয়। ক্রিকেটের মাঠে সর্বপ্রথম মারা যান ইংলিশ ক্রিকেটার জর্জ সামারস, ১৮৭০ সালে। এবার ভারতে এক টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলা চলাকালীন ব্যাটিংয়ের সময় মারা গেলেন বিকাশ নেগি নামের এক ব্যাটার। ভারতের নইডায় ঘটেছে এমন মর্মান্তিক ঘটনা।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
জানা যায়, ম্যাচ চলাকালীন সময় ৭ রানে অপরাজিত থেকে নন-স্ট্রাইক প্রান্তে ছিলেন বিকাশ। ইনিংসের ১৪তম ওভারের পঞ্চম বলে স্ট্রাইক প্রান্তের ব্যাটার উমেশ চার মারলে তাকে অভিনন্দন জানিয়ে নিজের প্রান্তে ফেরার পথেই মারা যান তিনি।
আরও পড়ুন: মেসিকে পেছনে ফেলে শীর্ষে রোনালদো
দুই দলের ক্রিকেটার, আম্পায়ারসহ মাঠে থাকা সবাই দ্রুত দৌড়ে এসে বিকাশকে সিপিআর দেওয়ার চেষ্টা করেন। গাড়িতে করে দ্রুত সময়ের মধ্যে তাকে হাসপাতালে নেওয়া হলেও বিকাশ আর ফেরেননি। হাসপাতালে নেওয়ার পরই ডাক্তার জানিয়ে দেন, বিকাশ মাঠেই প্রাণ হারিয়েছেন।
সূত্র: দ্য সান
ঢাকা/কেএ