০৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪

ক্র্যাবের পুনর্নির্বাচিত সভাপতি তমালকে কালের কণ্ঠের অনুসন্ধানী সেলের শুভেচ্ছা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:১৮:১৯ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩
  • / ৪১৯২ বার দেখা হয়েছে

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে বিপুল ভোটে সভাপতি পদে পুনর্নির্বাচিত হওয়ায় বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি মির্জা মেহেদী তমালকে শুভেচ্ছা জানিয়েছে দৈনিক কালের কণ্ঠের অনুসন্ধানী সেল।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বুধবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় পত্রিকাটির কার্যালয়ে অনুসন্ধানী সেলের পক্ষে মির্জা মেহেদী তমালের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান কালের কণ্ঠের উপ সম্পাদক হায়দার আলী।

এর আগে গতকাল মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। ১৫টি পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ২৯৩ ভোটারের মধ্যে ২৭৩ জন ভোট দেন।

আরও পড়ুন: ক্যাশ ডিভিডেন্ড পাঠিয়েছে ভ্যানগার্ড এএমএল বিডি ফিন্যান্স

এই নির্বাচনে তিন সদস্যের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ছিলেন ইন্ডিপেন্ডেন্ট টিভির স্পেশাল করেসপন্ডেন্ট পারভেজ খান। নির্বাচনে সভাপতি পদে মির্জা মেহেদী তমাল পেয়েছেন ১৫২ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবুল খায়ের পেয়েছেন ১১৪ ভোট। এ ছাড়া সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ইংরেজি দৈনিক অবজারভারের সিনিয়র রিপোর্টার মামুনুর রশিদ। তিনি পেয়েছেন ১৫৭ ভোট।

ঢাকা/এসআর

শেয়ার করুন

x

ক্র্যাবের পুনর্নির্বাচিত সভাপতি তমালকে কালের কণ্ঠের অনুসন্ধানী সেলের শুভেচ্ছা

আপডেট: ১১:১৮:১৯ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে বিপুল ভোটে সভাপতি পদে পুনর্নির্বাচিত হওয়ায় বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি মির্জা মেহেদী তমালকে শুভেচ্ছা জানিয়েছে দৈনিক কালের কণ্ঠের অনুসন্ধানী সেল।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বুধবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় পত্রিকাটির কার্যালয়ে অনুসন্ধানী সেলের পক্ষে মির্জা মেহেদী তমালের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান কালের কণ্ঠের উপ সম্পাদক হায়দার আলী।

এর আগে গতকাল মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। ১৫টি পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ২৯৩ ভোটারের মধ্যে ২৭৩ জন ভোট দেন।

আরও পড়ুন: ক্যাশ ডিভিডেন্ড পাঠিয়েছে ভ্যানগার্ড এএমএল বিডি ফিন্যান্স

এই নির্বাচনে তিন সদস্যের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ছিলেন ইন্ডিপেন্ডেন্ট টিভির স্পেশাল করেসপন্ডেন্ট পারভেজ খান। নির্বাচনে সভাপতি পদে মির্জা মেহেদী তমাল পেয়েছেন ১৫২ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবুল খায়ের পেয়েছেন ১১৪ ভোট। এ ছাড়া সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ইংরেজি দৈনিক অবজারভারের সিনিয়র রিপোর্টার মামুনুর রশিদ। তিনি পেয়েছেন ১৫৭ ভোট।

ঢাকা/এসআর