খাতভিত্তিক লেনদেনে আইটি খাতের অবদান ২২ শতাংশ

- আপডেট: ০৭:২০:২০ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২
- / ১০৩৭২ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: সদ্য সমাপ্ত সপ্তাহে (২৭ নভেম্বর-০১ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) খাতভিত্তিক লেনদেনের শীর্ষে রয়েছে আইটি খাত। গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের ২২ শতাংশ অবদান রয়েছে এই খাতে। ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সূত্র জানায়, ওষুধ-রসায়ন খাতে ১৭ শতাংশ লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। জীবন বিমা খাতে ১২ শতাংশ লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
আরও পড়ুন: নয় কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ
তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে কাগজ খাতে ১০ শতাংশ, সেবা-আবাসন ও প্রকৌশল খাতে ৫ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ৪ শতাংশ ও সাধারণ বিমা খাতে ৪ শতাংশ, বিবিধ খাতে ৩ শতাংশ, সিমেন্ট টেলিকমিউকেশন খাতে ২ শতাংশ এবং পাট খাতে ১ শতাংশ লেনদেন হয়েছে।
ঢাকা/টিএ