খুলনার চার হাসপাতালে রেকর্ড ২২ জনের মৃত্যু

- আপডেট: ১১:০৮:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১
- / ১০৪১৯ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: খুলনার চার হাসপাতালে আরও ২২ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৬ জুলাই) সকাল ৮টা থেকে বুধবার (০৭ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর মধ্যে করোনায় ২১ জন এবং উপসর্গ নিয়ে একজন মারা গেছেন।
খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ১০ জন, গাজী মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচজন ও জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে পাঁচজন ও আবু নাসের হাসপাতালে দুজনের মৃত্যু হয়েছে।
খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ৯ জন ও উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে।
করোনায় মৃতরা হলেন- খুলনা মহানগরীর সোনাডাঙ্গার ঝর্ণা বেগম (৬০), লবনচরার রুমানা বেগম (৭১), বটিয়াঘাটার নারায়ন চন্দ্র (৮০), ফকিরহাটের সুনীল রায় (৭৫), যশোর সদরের ঝুমুর বেগম (৪৫), কেশবপুরের সুশান্ত কুন্ডু (৫৫), একই উপজেলার শরীফা (২৭), নড়াইলের নরাগাতীর এসএম বোরহান হোসেন (৪৫) ও বাগেরহাটের বাসাবাটির আ. হামিদ (৮৭)।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ১৮৯ জন। যার মধ্যে রেডজোনে ১১৬ জন, ইয়ালোজোনে ৩৪ জন এবং আইসিইউতে ১৯ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪১ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন।
গাজী মেডিকেল হাসপাতালের স্বত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- নগরীর মুসলমানপাড়ার নাসরিন আরা বেগম (৪৫), বানরগাতির মো. আব্দুল হাই (৬৭), টুটপাড়ার নাসিমা বেগম (৪৬), ডুমুরিয়ার উম্মে কুলসুম (৭০) এবং নড়াইলের লুৎফর রহমান (৬২)।
হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ১৩১ জন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন আটজন ও এইচডিইউতে আছেন ৯ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৭ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ জন। পিসিআর ল্যাবে ৫৩টি নমুনা পরীক্ষায় ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে।
খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে পাঁচজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- নগরীর ফুলবাড়িগেট মিরেরডাঙ্গার রেজাউল (৭০), তেরখাদার আনন্দনগরের আকলিমা (৭৫), কেশবপুরের পদ্মরানী (৬৪), মোংলার প্রভু নাথ (৫০) এবং রামপালের রুহিকরন (৬০)। এ ছাড়া চিকিৎসাধীন রয়েছেন ৬৫ জন, তার মধ্যে ৩২ জন পুরুষ ও ৩৩ জন নারী। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৬ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ জন।
খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ চন্দ্র দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- পাইকগাছার আব্দুল হালিম (৫০) ও সাতক্ষীরার আব্দুল মাজেদ শেখ (৬৫)। এখানে ভর্তি রয়েছেন ৪৩ জন রোগী। যার মধ্যে আইসিইউতে রয়েছেন ৯ জন। ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন চারজন ও বাড়ি ফিরেছেন পাঁচজন।
ঢাকা/এনইউ
আরও পড়ুন:
- ইডটকো বাংলাদেশের সাথে জেনেক্স ইনফোসিসের চুক্তি
- শেয়ার বিক্রির ঘোষণা মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের উদ্যোক্তার
- বিনিয়োগকারীদের স্বার্থবিরোধী কাজের সঙ্গে সঙ্গেই ব্যবস্থা: বিএসইসি কমিশনার
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাজেশন ফান্ড: অবণ্টিত মুনাফা জমার ডেডলাইন ৩০ জুলাই
- জুনে সবার সেরা লঙ্কাবাংলা সিকিউরিটিজ
- জুন মাসের শীর্ষ ডিলারের তালিকা প্রকাশ
- সমাপ্ত অর্থবছরে রাজস্ব ঘাটতি ৪৫ হাজার কোটি টাকা
- Price Sensitive information of Genex Infosys Limited
- গ্রাহকের অ্যাকাউন্টে হঠাৎ ৪ লাখ কোটি টাকা!
- এইচএসসি পাসে ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরি
- অ্যামাজনকে বিদায় জানালেন জেফ বেজোস
- ডিএসইর নতুন এমডি তারিকুল আমিন ভুঁইয়া
- গরুর ভুঁড়ি পরিষ্কার করার সহজ উপায়
- রোম্যান্সের নতুন সংজ্ঞা খুঁজে পেয়েছেন শ্রীলেখা!
- সেমিফাইনালে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ