০৫:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ মে ২০২৪

রোম্যান্সের নতুন সংজ্ঞা খুঁজে পেয়েছেন শ্রীলেখা!

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:৫৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১
  • / ৪১৬০ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: সিনেমার পর্দা থেকে সোশ্যাল মিডিয়া, সবখানেই ভীষণ সাহসী আর স্পষ্টবাদী শ্রীলেখা মিত্র। কখনো ছাড় দিয়ে কথা বলেন না। নিজের ইচ্ছের বাইরেও কিছু করেন না। কখনো ব্যায়ামের ফাঁকে স্বল্প পোশাকে ক্যামেরাবন্দি হন, আবার কখনো ঘুম থেকে জেগে বিছানায় শুয়েই তুলে ফেলেন সেলফি। সেসব ছবিতে তার রূপ ও শরীরের আবেদন আকৃষ্ট করে অনুসারীদের।

অনেক আগেই এই অভিনেত্রী জানিয়েছিলেন, ‘ভালোবাসার জন্য আলাদা কারও প্রয়োজন নেই। নিজের প্রেমেই তো পড়া যায়।’

মঙ্গলবার (৬ জুলাই) সকালে সেই ভালোবাসা প্রকাশ করেই তিনি লেখেন, ‘সে দেশ খুঁজে পেলে জানিও / যেখানে প্যারালাল দৃষ্টিপথ অ্যাসপিরেশন / তোমাকে ভাবাবোই ভাবাবো / চুমুতে মেপে নেব কলিশন।”

কিছুদিন আগেই রাণা বসুর তোলা কিছু ছবি পোস্ট করেছিলেন শ্রীলেখা। সেই ছবিগুলোর একটিতে তিনি ভালোবাসার এই শব্দগুলো লিখেছিলেন। যার জন্য ক্যাপশনে কবিতাটির লেখক সৌরভ মিত্রকেও কৃতজ্ঞতা জানিয়েছেন। অবশ্য ‘তোমাকে ভাবাবোই ভাবাবো’ নামে কবীর সুমনের গাওয়া একটি গানও আছে। যা তিনি গেয়েছিলেন ‘শীতের পরশ আর রোমান্স’ অ্যালবামে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বর্তমানে বেশ রোম্যান্টিক মেজাজেই রয়েছেন টলিপাড়ার নায়িকা। আর তা এই পোস্টের মাধ্যমে নিজের অনুরাগীদের জানিয়ে দিয়েছেন। ‘আমি শ্রীলেখা’ নামের নিজের ইউটিউব চ্যানেলেও মনের কথা জানিয়েছেন শ্রীলেখা। সেখানেই পরামর্শ দিয়েছিলেন নিজেকে ভালোবাসার।

খুব শিগগিরই নিজের পরিচালনায় নতুন ছবির কাজও শুরু করবেন এই টলিউড তারকা। যাতে মুখ্য ভূমিকায় দেখা যাবে অমৃতা চট্টোপাধ্যায় এবং শ্রীলেখার ছোট পিসি তপতী দাসকে।

প্রসঙ্গত, শ্রীলেখা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বরুণবাবুর বন্ধু’ গত বছর মুক্তি পেয়েছিল। বর্তমানে মুক্তির প্রতীক্ষায় আছে ‘অভিযাত্রিক’ । যেটি নির্মিত হয়েছে কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবনী অবলম্বনে।

ঢাকা/এনইউ

আরও পড়ুন:

শেয়ার করুন

x
English Version

রোম্যান্সের নতুন সংজ্ঞা খুঁজে পেয়েছেন শ্রীলেখা!

আপডেট: ০৬:৫৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১

বিজনেস জার্নাল প্রতিবেদক: সিনেমার পর্দা থেকে সোশ্যাল মিডিয়া, সবখানেই ভীষণ সাহসী আর স্পষ্টবাদী শ্রীলেখা মিত্র। কখনো ছাড় দিয়ে কথা বলেন না। নিজের ইচ্ছের বাইরেও কিছু করেন না। কখনো ব্যায়ামের ফাঁকে স্বল্প পোশাকে ক্যামেরাবন্দি হন, আবার কখনো ঘুম থেকে জেগে বিছানায় শুয়েই তুলে ফেলেন সেলফি। সেসব ছবিতে তার রূপ ও শরীরের আবেদন আকৃষ্ট করে অনুসারীদের।

অনেক আগেই এই অভিনেত্রী জানিয়েছিলেন, ‘ভালোবাসার জন্য আলাদা কারও প্রয়োজন নেই। নিজের প্রেমেই তো পড়া যায়।’

মঙ্গলবার (৬ জুলাই) সকালে সেই ভালোবাসা প্রকাশ করেই তিনি লেখেন, ‘সে দেশ খুঁজে পেলে জানিও / যেখানে প্যারালাল দৃষ্টিপথ অ্যাসপিরেশন / তোমাকে ভাবাবোই ভাবাবো / চুমুতে মেপে নেব কলিশন।”

কিছুদিন আগেই রাণা বসুর তোলা কিছু ছবি পোস্ট করেছিলেন শ্রীলেখা। সেই ছবিগুলোর একটিতে তিনি ভালোবাসার এই শব্দগুলো লিখেছিলেন। যার জন্য ক্যাপশনে কবিতাটির লেখক সৌরভ মিত্রকেও কৃতজ্ঞতা জানিয়েছেন। অবশ্য ‘তোমাকে ভাবাবোই ভাবাবো’ নামে কবীর সুমনের গাওয়া একটি গানও আছে। যা তিনি গেয়েছিলেন ‘শীতের পরশ আর রোমান্স’ অ্যালবামে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বর্তমানে বেশ রোম্যান্টিক মেজাজেই রয়েছেন টলিপাড়ার নায়িকা। আর তা এই পোস্টের মাধ্যমে নিজের অনুরাগীদের জানিয়ে দিয়েছেন। ‘আমি শ্রীলেখা’ নামের নিজের ইউটিউব চ্যানেলেও মনের কথা জানিয়েছেন শ্রীলেখা। সেখানেই পরামর্শ দিয়েছিলেন নিজেকে ভালোবাসার।

খুব শিগগিরই নিজের পরিচালনায় নতুন ছবির কাজও শুরু করবেন এই টলিউড তারকা। যাতে মুখ্য ভূমিকায় দেখা যাবে অমৃতা চট্টোপাধ্যায় এবং শ্রীলেখার ছোট পিসি তপতী দাসকে।

প্রসঙ্গত, শ্রীলেখা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বরুণবাবুর বন্ধু’ গত বছর মুক্তি পেয়েছিল। বর্তমানে মুক্তির প্রতীক্ষায় আছে ‘অভিযাত্রিক’ । যেটি নির্মিত হয়েছে কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবনী অবলম্বনে।

ঢাকা/এনইউ

আরও পড়ুন: