গণতান্ত্রিক সমাজে ভিন্নমত থাকলেও লক্ষ্য এক: আলী রীয়াজ

- আপডেট: ১২:৩৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
- / ১০২৯৭ বার দেখা হয়েছে
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ বলেছেন গণতান্ত্রিক সমাজে ভিন্নমত থাকলেও সবার লক্ষ্য এক। সবার ঐক্যের ওপর নির্ভর করবে এই প্রক্রিয়ার সাফল্য।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে বসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। সূচনা বক্তব্যেই এ কথা বলেন আলী রিয়াজ।
তিনি বলেন, জাতীয় সনদ শুধু সরকারের আকাঙ্ক্ষার বিষয় নয়। সবাই একত্রে বসে পথ খোঁজার চেষ্টা চলছে। গণতান্ত্রিক সংগ্রামকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়াই প্রধান লক্ষ্য।
আরও পড়ুন: কুমিল্লায় বজ্রপাতে স্কুলছাত্রসহ ৪ জনের মৃত্যু
এদিকে, জুনের শুরুতেই নূন্যতম প্রশ্নে ঐকমত্য তৈরি হবে- এমন প্রত্যাশা ব্যক্ত করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, জনগণ এবং রাজনৈতিক দলের গণতান্ত্রিক অভিযাত্রার আকাঙ্ক্ষা পূরণে ঐকমত্য কমিশন সফল হবে।
ঢাকা/টিএ