০৭:১২ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪

গতি ফিরেছে রেমিট্যান্সে

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:০৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২
  • / ১০২৭৬ বার দেখা হয়েছে

ফাইল ফটো

বিজনেস জার্নাল প্রতিবেদক: প্রবাসী আয়ের প্রবাহে যে ছেদ পড়েছিল, তাতে আবার গতি পেতে শুরু করেছে। চলতি মাসের প্রথম ১০ দিনে প্রবাসীরা ৬৯ কোটি ডলার পাঠিয়েছেন, বাংলাদেশি টাকায় যা প্রায় ছয় হাজার কোটি টাকা। এভাবে আসতে থাকলে মাসের শেষে প্রবাসী আয় ২০০ কোটি ডলার ছাড়িয়ে যাবে। ফেব্রুয়ারিতে দেশে প্রবাসী আয় এসেছে ১৪৯ কোটি ডলার।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ব্যাংকিং চ্যানেলে পাঠানো প্রবাসী আয়ে সরকার একসময় ২ শতাংশ নগদ প্রণোদনা দিত। গত ১ জানুয়ারি থেকে প্রণোদনার হার বেড়ে দাঁড়ায় ২ দশমিক ৫ শতাংশ। নগদ প্রণোদনা বৃদ্ধি পাওয়ায় প্রবাসীরা জানুয়ারিতে উল্লেখযোগ্য পরিমাণে প্রবাসী আয় পাঠিয়েছিলেন। কিন্তু ফেব্রুয়ারিতে তা আবার কমে যায়। গত মাসে যা এসেছে, তা আগের ২১ মাসের মধ্যে সর্বনিম্ন।

জানা যায়, জানুয়ারিতে প্রবাসীরা দেশে ১৭০ কোটি ৪৪ লাখ ডলার পাঠান, যা বাংলাদেশি মুদ্রায় সাড়ে ১৪ হাজার কোটি টাকার মতো (প্রতি ডলার ৮৬ টাকা ধরে)। আর ফেব্রুয়ারিতে প্রবাসীরা দেশে ১৪৯ কোটি ৬০ লাখ ডলার প্রবাসী আয় পাঠিয়েছেন, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১২ হাজার ৮৬৫ কোটি টাকা। এক মাসের ব্যবধানে প্রবাসী আয় ১ হাজার কোটি টাকার বেশি কমেছে, যদিও ফেব্রুয়ারি মাস ২৮ দিনে। তা সত্ত্বেও আয় হ্রাসের হার অনেক বেশি। এর মধ্যে মার্চের শুরু থেকে আয় আসা বেড়েছে। মার্চের প্রথম ১০ দিনে আয় এসেছে ৬৮ কোটি ৯৩ লাখ ডলার, যা ইতিবাচক হিসেবে দেখছেন ব্যাংকাররা।

ঢাকা/টিএ

শেয়ার করুন

x

গতি ফিরেছে রেমিট্যান্সে

আপডেট: ০২:০৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২

বিজনেস জার্নাল প্রতিবেদক: প্রবাসী আয়ের প্রবাহে যে ছেদ পড়েছিল, তাতে আবার গতি পেতে শুরু করেছে। চলতি মাসের প্রথম ১০ দিনে প্রবাসীরা ৬৯ কোটি ডলার পাঠিয়েছেন, বাংলাদেশি টাকায় যা প্রায় ছয় হাজার কোটি টাকা। এভাবে আসতে থাকলে মাসের শেষে প্রবাসী আয় ২০০ কোটি ডলার ছাড়িয়ে যাবে। ফেব্রুয়ারিতে দেশে প্রবাসী আয় এসেছে ১৪৯ কোটি ডলার।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ব্যাংকিং চ্যানেলে পাঠানো প্রবাসী আয়ে সরকার একসময় ২ শতাংশ নগদ প্রণোদনা দিত। গত ১ জানুয়ারি থেকে প্রণোদনার হার বেড়ে দাঁড়ায় ২ দশমিক ৫ শতাংশ। নগদ প্রণোদনা বৃদ্ধি পাওয়ায় প্রবাসীরা জানুয়ারিতে উল্লেখযোগ্য পরিমাণে প্রবাসী আয় পাঠিয়েছিলেন। কিন্তু ফেব্রুয়ারিতে তা আবার কমে যায়। গত মাসে যা এসেছে, তা আগের ২১ মাসের মধ্যে সর্বনিম্ন।

জানা যায়, জানুয়ারিতে প্রবাসীরা দেশে ১৭০ কোটি ৪৪ লাখ ডলার পাঠান, যা বাংলাদেশি মুদ্রায় সাড়ে ১৪ হাজার কোটি টাকার মতো (প্রতি ডলার ৮৬ টাকা ধরে)। আর ফেব্রুয়ারিতে প্রবাসীরা দেশে ১৪৯ কোটি ৬০ লাখ ডলার প্রবাসী আয় পাঠিয়েছেন, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১২ হাজার ৮৬৫ কোটি টাকা। এক মাসের ব্যবধানে প্রবাসী আয় ১ হাজার কোটি টাকার বেশি কমেছে, যদিও ফেব্রুয়ারি মাস ২৮ দিনে। তা সত্ত্বেও আয় হ্রাসের হার অনেক বেশি। এর মধ্যে মার্চের শুরু থেকে আয় আসা বেড়েছে। মার্চের প্রথম ১০ দিনে আয় এসেছে ৬৮ কোটি ৯৩ লাখ ডলার, যা ইতিবাচক হিসেবে দেখছেন ব্যাংকাররা।

ঢাকা/টিএ