০৮:১৭ পূর্বাহ্ন, বুধবার, ০১ মে ২০২৪

গম কাটা নিয়ে সংঘর্ষে আহত ৬

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:০৪:১১ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩
  • / ৪১৯১ বার দেখা হয়েছে

নাটোরের লালপুরে বিরোধপূর্ণ জমিতে গম কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ছয় জন আহত হয়েছেন। এ ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৭ মার্চ) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে রবিবার রাতে সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন- আমিরুল ইসলাম (৫০), রফিকুল ইসলাম (৩৫), রবিউল ইসলাম (৩২), জাহাঙ্গীর আলম (৪৫), জিয়াউল হক (৩৫) ও জিল্লুর রহমান (৩২)।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুনফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আহতদের মধ্যে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অপর পাঁচ জনকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- মোছা. জাহাতন (৫২), মো. সাইফুদ্দিন এহিয়া বাবু (৪৯) ও মো. মজনু আলী ঋত্তিকা (২০)।

উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী জানান, বিরোধপূর্ণ একটি জমিতে তাশেম সরকার গম রোপণ করেন। তার স্ত্রীর বড় ভাইয়ের ছেলে আমিরুল ইসলাম অপর আরেক জমিতে গম রোপণ করেন। আমিরুল তার জমির গম কাটতে গেলে তাশেম বাধা দেন। বিষয়টি মীমাংসার চেষ্টা করে পুলিশ। এরই মধ্যে রবিবার রাতে তাশেম তার জমির গম কাটতে গেলে আমিরুল বাধা দেন। এ সময় উভয় পক্ষের সংঘর্ষে ছয় জন আহত হন।

আরও পড়ুন: ৩০ মার্চ থেকে হাসপাতালেই প্র্যাকটিসের সুবিধা পাবেন চিকিৎসকরা

লালপুর থানার ওসি মোনোয়ারুজ্জামান বলেন, ‘এ ঘটনায় আমিরুল স্বজন জাকির বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত কয়েকজনের নামে মামলা করেন। সোমবার ভোরে তিন জনকে গ্রেফতার করে পুলিশ।’

ঢাকা/এসএম

শেয়ার করুন

x
English Version

গম কাটা নিয়ে সংঘর্ষে আহত ৬

আপডেট: ০৪:০৪:১১ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩

নাটোরের লালপুরে বিরোধপূর্ণ জমিতে গম কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ছয় জন আহত হয়েছেন। এ ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৭ মার্চ) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে রবিবার রাতে সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন- আমিরুল ইসলাম (৫০), রফিকুল ইসলাম (৩৫), রবিউল ইসলাম (৩২), জাহাঙ্গীর আলম (৪৫), জিয়াউল হক (৩৫) ও জিল্লুর রহমান (৩২)।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুনফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আহতদের মধ্যে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অপর পাঁচ জনকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- মোছা. জাহাতন (৫২), মো. সাইফুদ্দিন এহিয়া বাবু (৪৯) ও মো. মজনু আলী ঋত্তিকা (২০)।

উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী জানান, বিরোধপূর্ণ একটি জমিতে তাশেম সরকার গম রোপণ করেন। তার স্ত্রীর বড় ভাইয়ের ছেলে আমিরুল ইসলাম অপর আরেক জমিতে গম রোপণ করেন। আমিরুল তার জমির গম কাটতে গেলে তাশেম বাধা দেন। বিষয়টি মীমাংসার চেষ্টা করে পুলিশ। এরই মধ্যে রবিবার রাতে তাশেম তার জমির গম কাটতে গেলে আমিরুল বাধা দেন। এ সময় উভয় পক্ষের সংঘর্ষে ছয় জন আহত হন।

আরও পড়ুন: ৩০ মার্চ থেকে হাসপাতালেই প্র্যাকটিসের সুবিধা পাবেন চিকিৎসকরা

লালপুর থানার ওসি মোনোয়ারুজ্জামান বলেন, ‘এ ঘটনায় আমিরুল স্বজন জাকির বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত কয়েকজনের নামে মামলা করেন। সোমবার ভোরে তিন জনকে গ্রেফতার করে পুলিশ।’

ঢাকা/এসএম