গাজায় ইসরাইলি হামলায় হামাসের মন্ত্রী নিহত

- আপডেট: ০১:০০:৫৪ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪
- / ১০৩৬৯ বার দেখা হয়েছে
অবরুদ্ধ গাজা উপত্যকার একটি ভবনে বিমান হামলা চালিয়ে একজন সিনিয়র মন্ত্রীকে হত্যা করেছে ইসরাইল। ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস এক বিবৃতিতে এ খবর জানিয়ে বলেছে, ওই বিমান হামলায় আরও তিনি ব্যক্তি নিহত হয়েছেন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এতে বলা হয়েছে, গাজার শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তা এহাব আল-গ্বুসেইন গতকাল ইসরাইলি বাহিনীর হামলায় নিহত হয়েছেন। ৪৫ বছর বয়সি গ্বুসেইন ২০২০ সাল থেকে গাজার শ্রম বিষয়ক উপমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন।
এতে বলা হয়, গ্বুসেইনের সঙ্গে আরো কয়েকজন মানুষ শহীদ হয়েছেন যারা ইসরাইলের ২৭৫ দিনের আগ্রাসনের মুখে অটল ও অবিচল থেকে দখলদারদের সব রকম অত্যাচার সহ্য করে টিকে আছেন।
আরও পড়ুন: নেপালে বন্যা-ভূমিধসে নিহত ১৪
হামাসের বিবৃতিতে নিহত উপ মন্ত্রীর কথা উল্লেখ করে বলা হয়, বিগত নয় মাস ধরে তিনি সব রকম বিপদ মাথায় নিয়ে নিজের ধর্মীয় ও জাতীয় দায়িত্ব পালন করে গাজাবাসীকে সেবা করে যাচ্ছিলেন। গাজায় গত নয় মাসের ইসরাইলি নির্বিচার হামলায় গ্বুসেইনের স্ত্রী ও কয়েকজন কন্যা শহীদ হয়েছেন।
গত মে মাসে ইসরাইলি বিমান হামলায় গ্বুসেইনের বোন মুনা জামাল ও তার স্ত্রী আমানি সাকিকসহ তার কন্যারা নিহত হন। হামাসের বিবৃতিতে বলা হয়েছে, কিন্তু তিনি স্ত্রী-সন্তানদের শাহাদাত সত্ত্বেও জনগণের সেবাদান কার্যক্রম এক মুহূর্ত থামাননি। নয় মাসের বেশি সময় ধরে আগ্রাসন চালিয়েও গাজার সরকারি ব্যবস্থাপনার কাজে বিঘ্ন ঘটাতে পারেনি। হামাস গাজার ক্ষমতায় রয়েছে এবং ক্ষমতায় থেকেই নির্যাতিত গাজাবাসীর সেবা করে যাচ্ছে। পার্সটুডে
ঢাকা/এসএইচ