গাজায় ইসরাইলের হামলায় ১৩ নারী ও শিশু নিহত

- আপডেট: ১০:৫২:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪
- / ১০৩৯৫ বার দেখা হয়েছে
গাজায় ইসরাইলের আগ্রাসনের কারণে বেড়েই চলেছে নিহতের সংখ্য। সবশেষ নুসিরাতে ইসরাইলের অভিযানে ১৩ নারী ও শিশু নিহত হয়েছে।রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
প্রতিবেদনে বলা হয়, গাজা উপত্যকা জুড়ে আক্রমণ জোরদার করেছে ইসরাইলি বাহিনী। তাদের আক্রমণে নুসিরাত শরণার্থী শিবিরে কমপক্ষে ১৩ জন নারী ও শিশু নিহত হয়েছে এবং রাফাহতে একটি আবাসিক টাওয়ার ধ্বংস করেছে তারা।
প্রতিবেদনে আরো বলা হয়, বিচ্ছিন্ন উত্তর গাজায় একটি শিশু এবং একজন যুবতী অপুষ্টিতে মারা গেছে। এর মাধ্যমে অনাহারে মৃতের সংখ্যা ২৫ জনে পৌঁছেছে।
আরও পড়ুন: গাজায় যুদ্ধবিরতি আলোচনায় কোনো আপস নয়: হামাস
উল্লেখ্য, গত ৭ অক্টোবর ফিলিস্তিনি সংগঠন হামাস ইসরাইলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। এর পরই ইসরাইল গাজায় পাল্টা হামলা চালাতে শুরু করে- যা অব্যাহত রয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরাইলের হামলায় এ পর্যন্ত প্রায় ৩১ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের অধিকাংশ নারী ও শিশু।
সূত্র: আল-জাজিরা
ঢাকা/এসএইচ