০৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪

গাজায় নৃশংসতা মুক্তিযুদ্ধে নারীর উপর নির্যাতন মনে করিয়ে দেয়: প্রধানমন্ত্রী

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:৪৭:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩
  • / ৪১৪৯ বার দেখা হয়েছে

ফাইল ফটো

ইসরায়েল গাজায় যেভাব হামলা চালাচ্ছে তাতে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের দুই লাখ নারীর উপর অমানবিক নির্যাতনের কথা মনে করিয়ে দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৬ নভেম্বর) সৌদি আরবের জেদ্দায় ‘ইসলামে নারীর মর্যাদা ও ক্ষমতায়ন’ সম্পর্কিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

তিনি বলেন, গাজায় মানবিক সহায়তা ও  যুদ্ধবিরতির জন্য তিনি কাজ করে যাচ্ছেন। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ও অঞ্চলটিতে অবৈধ দখলদারিত্ব বন্ধ করতে বিশ্বের সকল নারীকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

এছাড়া সম্মেলনে প্রধানমন্ত্রী, ইসলাম নারীকে কতটা মর্যাদা দিয়েছে তা তুলে ধরার জন্য সৌদি আরব ও ওআইসিকে আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশে নারীর অধিকার ও লিঙ্গ সমতা রক্ষায় গৌরবের সাথে কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন: দ্বিতীয় ধাপে ১০-১১ নভেম্বর ডিসি-এসপিদের প্রশিক্ষণ দেবে ইসি

প্রধানমন্ত্রী তার বক্তব্যে বিশ্ব মুসলিম নারী সমাজের প্রতি বেশ কিছু পরামর্শে বলেন, ফিলিস্তিনে সংগঠিত নারী ও শিশুদের প্রতি যে মানবতা বিরোধী অপরাধ হচ্ছে তা বন্ধ করতে হবে। ইসলামোফোবিয়ার নাম দিয়ে নারী প্রতি যে বৈষম্য হচ্ছে তা বন্ধ করতে হবে। এসডিজি-৫ পূরণে লিঙ্গ-সমতা অর্জন ও নারীদের ক্ষমতায়নের দিকে যথাযথ মনোযোগ দিয়ে মুসলিম নারীদের স্বাধীনভাবে চলাচলের ও নিজেদের উপস্থাপনের সুযোগ দিতে হবে।

সর্বশেষ শেখ হাসিনা তার বক্তব্যের সমাপনী অংশে  বেগম রোকেয়ার কথা উল্লেখ করে বলেন, কবি তার ‘সুলতানার স্বপ্ন’  গ্রন্থে সেই ১৯০৫ সালে নেতৃত্বাধীন বিশ্বের কল্পনা করেছিলেন।

উল্লেখ্য, সম্মেলনে যোগদানের পাশাপাশি শেখ হাসিনা ‘উইমেন ইন ইসলাম’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন এবং তাঁর সম্মানে আয়োজিত নৈশ্যভোজে অংশ নেবেন।

এরপর প্রধানমন্ত্রী জেদ্দা থেকে মক্কায় যাবেন। সেখানে তিনি পবিত্র ওমরাহ পালন করবেন। শেখ হাসিনা ৭ নভেম্বর সন্ধ্যায় দেশের উদ্দেশে মক্কা ত্যাগ করবেন।

ঢাকা/এসএ

শেয়ার করুন

x

গাজায় নৃশংসতা মুক্তিযুদ্ধে নারীর উপর নির্যাতন মনে করিয়ে দেয়: প্রধানমন্ত্রী

আপডেট: ১০:৪৭:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩

ইসরায়েল গাজায় যেভাব হামলা চালাচ্ছে তাতে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের দুই লাখ নারীর উপর অমানবিক নির্যাতনের কথা মনে করিয়ে দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৬ নভেম্বর) সৌদি আরবের জেদ্দায় ‘ইসলামে নারীর মর্যাদা ও ক্ষমতায়ন’ সম্পর্কিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

তিনি বলেন, গাজায় মানবিক সহায়তা ও  যুদ্ধবিরতির জন্য তিনি কাজ করে যাচ্ছেন। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ও অঞ্চলটিতে অবৈধ দখলদারিত্ব বন্ধ করতে বিশ্বের সকল নারীকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

এছাড়া সম্মেলনে প্রধানমন্ত্রী, ইসলাম নারীকে কতটা মর্যাদা দিয়েছে তা তুলে ধরার জন্য সৌদি আরব ও ওআইসিকে আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশে নারীর অধিকার ও লিঙ্গ সমতা রক্ষায় গৌরবের সাথে কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন: দ্বিতীয় ধাপে ১০-১১ নভেম্বর ডিসি-এসপিদের প্রশিক্ষণ দেবে ইসি

প্রধানমন্ত্রী তার বক্তব্যে বিশ্ব মুসলিম নারী সমাজের প্রতি বেশ কিছু পরামর্শে বলেন, ফিলিস্তিনে সংগঠিত নারী ও শিশুদের প্রতি যে মানবতা বিরোধী অপরাধ হচ্ছে তা বন্ধ করতে হবে। ইসলামোফোবিয়ার নাম দিয়ে নারী প্রতি যে বৈষম্য হচ্ছে তা বন্ধ করতে হবে। এসডিজি-৫ পূরণে লিঙ্গ-সমতা অর্জন ও নারীদের ক্ষমতায়নের দিকে যথাযথ মনোযোগ দিয়ে মুসলিম নারীদের স্বাধীনভাবে চলাচলের ও নিজেদের উপস্থাপনের সুযোগ দিতে হবে।

সর্বশেষ শেখ হাসিনা তার বক্তব্যের সমাপনী অংশে  বেগম রোকেয়ার কথা উল্লেখ করে বলেন, কবি তার ‘সুলতানার স্বপ্ন’  গ্রন্থে সেই ১৯০৫ সালে নেতৃত্বাধীন বিশ্বের কল্পনা করেছিলেন।

উল্লেখ্য, সম্মেলনে যোগদানের পাশাপাশি শেখ হাসিনা ‘উইমেন ইন ইসলাম’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন এবং তাঁর সম্মানে আয়োজিত নৈশ্যভোজে অংশ নেবেন।

এরপর প্রধানমন্ত্রী জেদ্দা থেকে মক্কায় যাবেন। সেখানে তিনি পবিত্র ওমরাহ পালন করবেন। শেখ হাসিনা ৭ নভেম্বর সন্ধ্যায় দেশের উদ্দেশে মক্কা ত্যাগ করবেন।

ঢাকা/এসএ