গাজীপুরে অগ্নিকাণ্ডে সাত দোকান পুড়ে ছাই

- আপডেট: ০৫:৩৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২
- / ১০৩৪২ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১৫টি দোকানের মালামাল পুড়ে গেছে। মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকেল ৩টায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেল ৩টার দিকে উপজেলার জৈনাবাজার এলাকার কলেজ রোডে একটি বিরিয়ানির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের কাপড়, লেপ-তোষকের দোকান, ফার্মেসিসহ বিভিন্ন দোকানে ছড়িয়ে পড়ে। এতে ১৫টি দোকানের মালামাল পুড়ে গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
স্থানীয় ব্যবসায়ী তাজুল ইসলাম সানি জানান, বিকাল ৩টার দিকে বিরিয়ানি ও লোপ-তোশকের দোকান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। তবে কোন দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত তা নিশ্চিত করে কেউ বলতে পারেনি। মুহূর্তের মধ্যে আগুন আশেপাশের আরও পাঁটি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শ্রীপুরের মাওনা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেস্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
শ্রীপুরের মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। দুটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় বিকাল ৪টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে ওইসব ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে থাকার সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। আগুণ লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
আরও পড়ুন: বুধবার যেসব এলাকায় গ্যাস থাকবে না
ঢাকা/এসএ