গাজীপুরে সড়ক দুর্ঘটনায় এক জনের মৃত্যু

- আপডেট: ১১:৪৮:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২
- / ১০৪৮৭ বার দেখা হয়েছে
গাজীপুর সদর উপজেলায় বাসচাপায় জাহাঙ্গীর আলম (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল ৭টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। জাহাঙ্গীর আলম শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিছনের পাবরিয়াাচালা গ্রামের বারেক মিয়ার ছেলে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোস্তাফিজুর রহমান জানান, মোটরসাইকেলে মহাসড়কের পাশ দিয়ে যাচ্ছিলেন জাহাঙ্গীর। রাতে হালকা বৃষ্টি হওয়ায় সড়ক পিচ্ছিল হয়েছিল। মহাসড়কের পাশে বাঘের বাজার এলাকায় পড়ে গেলে দ্রুতগতির বনশ্রী পরিবহনের বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
আরও পড়ুন: রাজশাহীতে আ. লীগের জনসভা ৪ ফেব্রুয়ারি
ওসি আরও জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর চালক বাস ফেলে পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঢাকা/এসএ