১২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ০৮ অক্টোবর ২০২৫

গাজীপুর সিটির ভোটগ্রহণ শেষ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:৪২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩
  • / ১০৪২৫ বার দেখা হয়েছে

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। এখন চলছে ভোট গণনা।

এদিকে, বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার কথা থাকলেও কয়েকটি কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে। যেসব কেন্দ্রে ভোটার থাকবেন, সময়ের পরও তাদের ভোট নেওয়া হবে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

নির্বাচনের ভোটগ্রহণে ধীরগতি লক্ষ্য করা গেছে সকাল থেকেই। ৩৮ নম্বর ওয়ার্ডের ল্যাঙ্গুয়েজ উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্রে বিকেল সাড়ে ৩টায়ও অন্তত তিনশ ভোটারের উপস্থিতি দেখা গেছে। কেন্দ্রটির দুই হাজার ২১৬ জন মোট ভোটারের সবাই নারী।

ল্যাঙ্গুয়েজ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আব্দুল আলীম বলেছেন, ‘সাড়ে ৩টা পর্যন্ত ৫০ শতাংশের বেশি ভোট নেওয়া হয়ে গেছে। ৪টার পরও যতক্ষণ ভোটার থাকবেন ততক্ষণ ভোট নেওয়া হবে।’

খাইলকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ভোটারদের দীর্ঘ সারি দেখা যায়।

আরও পড়ুন: গাজীপুরে শৃঙ্খলার সঙ্গে ভোট হচ্ছে: ইসি আলমগীর

নির্বাচনে মেয়র পদে আটজন লড়লেও আলোচনায় রয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আজমত উল্লা খান ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা স্বতন্ত্র প্রার্থী টেবিল ঘড়ি প্রতীকের জায়েদা খাতুন। বাকি প্রার্থীরা হলেন- লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী এম এম নিয়াজ উদ্দিন, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের গাজী আতাউর রহমান, গোলাপ ফুল প্রতীকে জাকের পার্টির মো. রাজু আহাম্মেদ, মাছ প্রতীকে গণফ্রন্টের প্রার্থী আতিকুল ইসলাম। এছাড়া স্বতন্ত্র থেকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ঘোড়া প্রতীকে মো. হারুন-অর-রশীদ ও হাতি প্রতীকে সরকার শাহনূর ইসলাম।

৩২৯ বর্গকিলোমিটার আয়তনের গাজীপুর সিটির তৃতীয় নির্বাচনে ৫৭টি ওয়ার্ডে রয়েছে ৪৮০টি ভোটকেন্দ্র। সব কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়। এসব কেন্দ্রে লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।

নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, গাজীপুর সিটিতে ভোটার সংখ্যা ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬ জন। এর মধ্যে পুরুষ ৫ লাখ ৯২ হাজার ৭৬২ জন, নারী ৫ লাখ ৮৬ হাজার ৬৯৬ জন এবং তৃতীয় লিঙ্গের ১৮ জন। এই সিটিতে ৫৭টি সাধারণ ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ড আছে।

ঢাকা/এসএম

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

গাজীপুর সিটির ভোটগ্রহণ শেষ

আপডেট: ০৫:৪২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। এখন চলছে ভোট গণনা।

এদিকে, বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার কথা থাকলেও কয়েকটি কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে। যেসব কেন্দ্রে ভোটার থাকবেন, সময়ের পরও তাদের ভোট নেওয়া হবে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

নির্বাচনের ভোটগ্রহণে ধীরগতি লক্ষ্য করা গেছে সকাল থেকেই। ৩৮ নম্বর ওয়ার্ডের ল্যাঙ্গুয়েজ উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্রে বিকেল সাড়ে ৩টায়ও অন্তত তিনশ ভোটারের উপস্থিতি দেখা গেছে। কেন্দ্রটির দুই হাজার ২১৬ জন মোট ভোটারের সবাই নারী।

ল্যাঙ্গুয়েজ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আব্দুল আলীম বলেছেন, ‘সাড়ে ৩টা পর্যন্ত ৫০ শতাংশের বেশি ভোট নেওয়া হয়ে গেছে। ৪টার পরও যতক্ষণ ভোটার থাকবেন ততক্ষণ ভোট নেওয়া হবে।’

খাইলকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ভোটারদের দীর্ঘ সারি দেখা যায়।

আরও পড়ুন: গাজীপুরে শৃঙ্খলার সঙ্গে ভোট হচ্ছে: ইসি আলমগীর

নির্বাচনে মেয়র পদে আটজন লড়লেও আলোচনায় রয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আজমত উল্লা খান ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা স্বতন্ত্র প্রার্থী টেবিল ঘড়ি প্রতীকের জায়েদা খাতুন। বাকি প্রার্থীরা হলেন- লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী এম এম নিয়াজ উদ্দিন, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের গাজী আতাউর রহমান, গোলাপ ফুল প্রতীকে জাকের পার্টির মো. রাজু আহাম্মেদ, মাছ প্রতীকে গণফ্রন্টের প্রার্থী আতিকুল ইসলাম। এছাড়া স্বতন্ত্র থেকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ঘোড়া প্রতীকে মো. হারুন-অর-রশীদ ও হাতি প্রতীকে সরকার শাহনূর ইসলাম।

৩২৯ বর্গকিলোমিটার আয়তনের গাজীপুর সিটির তৃতীয় নির্বাচনে ৫৭টি ওয়ার্ডে রয়েছে ৪৮০টি ভোটকেন্দ্র। সব কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়। এসব কেন্দ্রে লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।

নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, গাজীপুর সিটিতে ভোটার সংখ্যা ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬ জন। এর মধ্যে পুরুষ ৫ লাখ ৯২ হাজার ৭৬২ জন, নারী ৫ লাখ ৮৬ হাজার ৬৯৬ জন এবং তৃতীয় লিঙ্গের ১৮ জন। এই সিটিতে ৫৭টি সাধারণ ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ড আছে।

ঢাকা/এসএম