১২:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪

গুগল ম্যাপে খেলা যাবে স্নেক গেম

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:৪৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩
  • / ১০৩০১ বার দেখা হয়েছে

ফিচার ফোনের সেই জনপ্রিয় স্নেক গেমের কথা মনে আছে নিশ্চয়ই। নব্বই দশকের পর যারা ফিচার ফোন ব্যবহার করতেন তারা এই গেমের কথা হয়তো ভুলতে পারেননি আজও। স্মার্টফোনের নানান ধরনের গেমের মধ্যেও খুঁজে ফেরেন স্নেক গেম। এখনো এই গেম দেখলে নস্টালজিয়া হয়ে যান অনেকে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

তবে এখন আর স্নেক গেম স্মৃতি নয়, আপনার স্মার্টফোনেই খেলতে পারবেন এই গেম। গুগল ম্যাপ থেকেও স্নেক গেমস খেলতে পারেন ব্যবহারকারীরা। অ্যান্ড্রয়েড, আইওএস এবং ডেস্কটপ ভার্সনের গুগল ম্যাপস থেকে এই গেমটি সরাসরি খেলা যাবে। যে কোনো জায়গা থেকেই গেমটি আপনি খেলতে পারবেন।

এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে চালু করা হয়েছে গেমটি। কাইরো, লন্ডন, সান ফ্রান্সিসকো, সাউ পাওলো, সিডনি এবং টোকিও শহরের গুগল ম্যাপ ব্যবহারকারীরা স্নেক গেম পেয়ে গেছেন তাদের ডিভাইসে। তবে একটি বিষয় অবশ্যই জেনে রাখুন, সেটি হচ্ছে ফিচার ফোনের মতো ইন্টারনেট কানেকশন ছাড়া গেমটি খেলতে পারবেন না। গুগল ম্যাপস থেকে স্নেক গেমস খেলতে হলে অবশ্যই ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে।

আরও পড়ুন: টিকটকের সঙ্গে পেরে উঠছে না স্ন্যাপচ্যাট

চলুন দেখে নেওয়া যাক কীভাবে গুগল ম্যাপে গেমটি খেলতে পারবেন-

>> প্রথমে অ্যান্ড্রয়েড, আইওএস ফোন থেকে ংহধশব.মড়ড়মষবসধঢ়ং.পড়স লিঙ্কে চলে যান।

>> উপরের ডান দিকের কর্নারে মেনু অপশনে ক্লিক করুন।

>> এখানে ‘প্লে স্নেক’ অপশনটি দেখতে পাবেন। যদি না পান, তাহলে অ্যাপটি একবার রিস্টার্ট করে নিন।

>> একটা নতুন অপশন দেখতে পাবেন মেনু থেকে।

>> এবার ‘প্লে’ বাটনে ক্লিক করুলেই গেমটি শুরু হবে।

>> আপনি যে শহর এক্সপ্লোর করতে চান, সেই শহরটি বেছে নিন স্নেক গেমস থেকেই। পাশাপাশি আপনার গন্তব্যটিও বেছে নিতে পারবেন এখানে।

ঢাকা/এসএম

শেয়ার করুন

x

গুগল ম্যাপে খেলা যাবে স্নেক গেম

আপডেট: ০২:৪৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩

ফিচার ফোনের সেই জনপ্রিয় স্নেক গেমের কথা মনে আছে নিশ্চয়ই। নব্বই দশকের পর যারা ফিচার ফোন ব্যবহার করতেন তারা এই গেমের কথা হয়তো ভুলতে পারেননি আজও। স্মার্টফোনের নানান ধরনের গেমের মধ্যেও খুঁজে ফেরেন স্নেক গেম। এখনো এই গেম দেখলে নস্টালজিয়া হয়ে যান অনেকে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

তবে এখন আর স্নেক গেম স্মৃতি নয়, আপনার স্মার্টফোনেই খেলতে পারবেন এই গেম। গুগল ম্যাপ থেকেও স্নেক গেমস খেলতে পারেন ব্যবহারকারীরা। অ্যান্ড্রয়েড, আইওএস এবং ডেস্কটপ ভার্সনের গুগল ম্যাপস থেকে এই গেমটি সরাসরি খেলা যাবে। যে কোনো জায়গা থেকেই গেমটি আপনি খেলতে পারবেন।

এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে চালু করা হয়েছে গেমটি। কাইরো, লন্ডন, সান ফ্রান্সিসকো, সাউ পাওলো, সিডনি এবং টোকিও শহরের গুগল ম্যাপ ব্যবহারকারীরা স্নেক গেম পেয়ে গেছেন তাদের ডিভাইসে। তবে একটি বিষয় অবশ্যই জেনে রাখুন, সেটি হচ্ছে ফিচার ফোনের মতো ইন্টারনেট কানেকশন ছাড়া গেমটি খেলতে পারবেন না। গুগল ম্যাপস থেকে স্নেক গেমস খেলতে হলে অবশ্যই ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে।

আরও পড়ুন: টিকটকের সঙ্গে পেরে উঠছে না স্ন্যাপচ্যাট

চলুন দেখে নেওয়া যাক কীভাবে গুগল ম্যাপে গেমটি খেলতে পারবেন-

>> প্রথমে অ্যান্ড্রয়েড, আইওএস ফোন থেকে ংহধশব.মড়ড়মষবসধঢ়ং.পড়স লিঙ্কে চলে যান।

>> উপরের ডান দিকের কর্নারে মেনু অপশনে ক্লিক করুন।

>> এখানে ‘প্লে স্নেক’ অপশনটি দেখতে পাবেন। যদি না পান, তাহলে অ্যাপটি একবার রিস্টার্ট করে নিন।

>> একটা নতুন অপশন দেখতে পাবেন মেনু থেকে।

>> এবার ‘প্লে’ বাটনে ক্লিক করুলেই গেমটি শুরু হবে।

>> আপনি যে শহর এক্সপ্লোর করতে চান, সেই শহরটি বেছে নিন স্নেক গেমস থেকেই। পাশাপাশি আপনার গন্তব্যটিও বেছে নিতে পারবেন এখানে।

ঢাকা/এসএম