০৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪

গুজবের বিরুদ্ধে সতর্ক করলো বিএসইসি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৯:০০:০১ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪
  • / ৪১৭৮ বার দেখা হয়েছে

ফাইল ফটো

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) জেড ক্যাটাগরি ও ফ্লোর প্রাইস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজব নিয়ে সতর্ক করেছে।

রোববার (১০ মার্চ) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে পুঁজিবাজারে ফ্লোর প্রাইস ও জেড ক্যাটাগরির বিষয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু ভিত্তিহীন গুজব ছড়ানো হচ্ছে। প্রকৃতপক্ষে, এরকম কোন সিদ্ধান্ত নেয়ার বিষয় এ মুহূর্তে কমিশনের বিবেচনায় নেই। এরকম গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছে বিএসইসি।

আরও পড়ুন: আমরা নেটওয়ার্কের লেনদেন বাতিল

উল্লেখ্য, গত সোমবার (৪ মার্চ) নতুন করে ৬ কোম্পানির শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে পাঠানো হয়েছে। তবে নতুন করে গুজব উঠেছিলো আরও বেশকিছু কোম্পানি জেড ক্যাটাগরিতে যাচ্ছে এবং যেসব কোম্পানির শেয়ারে এখনও ফ্লোরপ্রাইস বহাল রয়েছে, সেগুলোর ফ্লোরপ্রাইস উঠে যাচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ কয়েকটি কোম্পানির তালিকা প্রকাশ করে এধরনের গুজব ছড়ানো হয়েছে। একই সঙ্গে এসব তালিকার মধ্যে কয়েকটি কোম্পানি ইতিমধ্যেই জেড ক্যাটাগরিতে রয়েছে। তারপরেও সাধারণ বিনিয়োগকারীরা এসব ভিত্তিহীন গুজব বিশ্বাস করেই আতঙ্কিত হচ্ছেন। তবে এখন পর্যন্ত এমন কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি বলে বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ঢাকা/টিএ

ট্যাগঃ

শেয়ার করুন

x

গুজবের বিরুদ্ধে সতর্ক করলো বিএসইসি

আপডেট: ০৯:০০:০১ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) জেড ক্যাটাগরি ও ফ্লোর প্রাইস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজব নিয়ে সতর্ক করেছে।

রোববার (১০ মার্চ) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে পুঁজিবাজারে ফ্লোর প্রাইস ও জেড ক্যাটাগরির বিষয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু ভিত্তিহীন গুজব ছড়ানো হচ্ছে। প্রকৃতপক্ষে, এরকম কোন সিদ্ধান্ত নেয়ার বিষয় এ মুহূর্তে কমিশনের বিবেচনায় নেই। এরকম গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছে বিএসইসি।

আরও পড়ুন: আমরা নেটওয়ার্কের লেনদেন বাতিল

উল্লেখ্য, গত সোমবার (৪ মার্চ) নতুন করে ৬ কোম্পানির শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে পাঠানো হয়েছে। তবে নতুন করে গুজব উঠেছিলো আরও বেশকিছু কোম্পানি জেড ক্যাটাগরিতে যাচ্ছে এবং যেসব কোম্পানির শেয়ারে এখনও ফ্লোরপ্রাইস বহাল রয়েছে, সেগুলোর ফ্লোরপ্রাইস উঠে যাচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ কয়েকটি কোম্পানির তালিকা প্রকাশ করে এধরনের গুজব ছড়ানো হয়েছে। একই সঙ্গে এসব তালিকার মধ্যে কয়েকটি কোম্পানি ইতিমধ্যেই জেড ক্যাটাগরিতে রয়েছে। তারপরেও সাধারণ বিনিয়োগকারীরা এসব ভিত্তিহীন গুজব বিশ্বাস করেই আতঙ্কিত হচ্ছেন। তবে এখন পর্যন্ত এমন কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি বলে বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ঢাকা/টিএ